Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"রাজনীতি" শব্দটির পরিবর্তন জরুরী (পাতা -৩)

·        যেটা অনেক বেশি আধুনিক, অনেক বেশি প্রতিনিধিশীল। এভাবেই "Strategy"  হয়ে যায় "Road Map" এমনকি  "Politician"  পরিবর্তিত হয়ে যায়  "Statesman" এ। এমনি হাজারো শব্দ পরিবর্তন করে নিচ্ছে আমেরিকানরা নিজেদের মত করে।

আমরা আমাদের রাজনীতির চরিত্র পরিবর্তন করতে চাচ্ছি। একটি সর্বজনগ্রাহ্য নির্বাচন পদ্ধতি বের করতে চাচ্ছি।  
ইত্যাদি আরও অনেক কিছু চাচ্ছি। অথচ এই সামান্য শব্দটি পরিবর্তন করে নিচ্ছি না অথবা চাচ্ছিনা। কিছু কিছু জায়গায় আমাদের নিজেদের মনস্তাত্ত্বিক পরিবর্তন জরুরী, এক্ষেত্রে শব্দ পরিবর্তনের বিকল্প নেই।

পরিবর্তন করে আমরা কোন শব্দটি ব্যবহার করতে পারি? বিষয়টি নিয়ে আমাদের বুদ্ধিজীবীরা কাজ করতে পারেন।
আমার একটি প্রস্তাব আছে। "রাষ্ট্রনীতি" শব্দটি ব্যবহার করা যায়। রাষ্ট্রের শাসন সম্পর্কিত কাজকে আমরা বলবো  "রাষ্ট্রনীতি" এবং সম্পর্কিত কাজের সাথে যারা জড়িত থাকবেন, আমরা তাদের বলবো "রাষ্ট্রনীতিবীদ"

০ Likes ০ Comments ০ Share ৪৪৫ Views

Comments (0)

  • - লুৎফুর রহমান পাশা

    ভাল লিখেছেন

    - মোকসেদুল ইসলাম

    ভাল হয়েছে

    - এই মেঘ এই রোদ্দুর

    সুন্দর হইছে

    Load more comments...