Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"রাজনীতি" শব্দটির পরিবর্তন জরুরী (পাতা -২)

একটি শব্দ যে শুধু মাত্র মনের ভাব প্রকাশ করে তাই নয়, মানুষের মনস্তাত্ত্বিক গঠনের উপরেও তা ব্যপক প্রভাব ফেলে। "রাজনীতি" শব্দটিও তেমনি। আমাদের অজান্তেই আমরা এই শব্দটি দ্বারা প্রভাবিত হই। আমরা আমাদের শাসক হিসাবে একজন  "প্রধানমন্ত্রির" বদলে একজন  "রাজ কে আশা করি, নিজেদের একজন "নাগরিক"- এর পরিবর্তে একজন "প্রজা" হিসাবে গড়ে তুলি। অথচ এমনটি হবার কথা ছিল না। কথা ছিল একজন নির্বাচিত শাসকের অধীনে শাসিত হবার এবং নিজেদের দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তুলবার।

শব্দ পরিবর্তনের ইতিহাস নতুন কিছু নয়, প্রচুর ইংলিশ (ব্রিটিশ) শব্দ আমেরিকানরা পরিবর্তন করেছে নিজেদের প্রয়োজনে। সত্তর এর দশকে আমেরিকার সাধারন জনগন নিজেদের বুদ্ধিজীবীদের উপর বিভিন্নকারনে বীতশ্রদ্ধ হয়ে পরে। তারা তাদের "Intellectual"  সমাজের উপর থেকে আস্থা হারিয়ে ফেলে, ধীরে ধীরে "Intellectual" শব্দটির কবর রচিত হয় আমেরিকান সমাজে। নতুন শব্দ গড়ে উঠে - "Think Tank"যেটাঅনেকবেশিআধুনিক, ০ Likes ০ Comments ০ Share ৩৭৭ Views

Comments (0)

  • - প্রহেলিকা

    আপনার তথ্যপূর্ণ পোস্টটি পড়ে অনেক কিছু জানলাম।