Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

চারু মান্নান

৯ বছর আগে

রাখাল ছেলের স্বপ্ন ভ্রম

রাখাল ছেলের স্বপ্ন ভ্রম

দ্বিপ্রহরে রাখাল ছেলে ঘুমের ঘোরে
স্বপ্ন দেখে ধুলায় গড়াগড়ি; বট বৃক্ষের ছায়াতলে
রাজকন্যা পঙ্খীরাজে এলো উড়ে; ময়ূরকণ্ঠী রাজকন্যা গান ধরেছে
পদ্মদীঘির দক্ষিণ পাড়ে বসে।

পদ্মদীঘির পদ্ম পাতায় বসে
মৎস্যকুমারী গা এলিয়ে শরীর পোড়া রোদে; রাজকন্যার প্রাণের সখী হেসে
হাসের ছানার জলকেলির মত্ততা লোভে; উদল শরীর জলের ছায়ায়
জলছবির সেই বিদ্রুপ আঁকে চোখের কোণে।

সখী সনে রাজকন্যা দীঘির জলে
কোমর জলে নেমে হাতে জল ভরে; জল কেলির জলের ঢেউয়ে
রাজকন্যার শরীর নেচে উঠে; ভেজা কেশে যেন মেঘের অঙ্গ মেখে
রাজ কন্যা পঙ্খীরাজে উঠে যায় হারিয়ে তেপান্তরের মাঠে।

রাখাল ছেলের ঘুমের ঘোর
স্বপ্ন দেখা রাজকন্যার স্বপ্ন গেল টুটে; গড়িয়ে বেলা সাঁঝ লালিমায়
রাখাল ছেলের বন্ধুরা যত জুটে; গরুর পালের পিছে পিছে
স্বপ্নের দুলুনিতে দুলে দুলে চলে।

১৪২১/২০ অগ্রহায়ণ/হেমন্তকাল।

০ Likes ০ Comments ০ Share ৬৩৬ Views