Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নাসরিন ইসলাম

৯ বছর আগে

মেকআপ বেশিক্ষণ ফ্রেশ রাখার কিছু টিপস



বিয়েশাদী, অনুষ্ঠানে তো বটেই, রোজকার জীবনেও নারীরা ব্যবহার করে থাকেন মেকআপ। সেই সকালে মেকআপ করে বাড়ি থেকে বের হলে সেটা আর কতক্ষণ ঠিকঠাক থাকতে পারে? তাই জেনে নিন মেকআপ বেশিক্ষণ ফ্রেশ রাখার কিছু টিপস।
– তৈলাক্ত ত্বকে ফাউন্ডেশন বা পাউডার লাগানোর আগে অ্যাসট্রিনজেন্ট লোশন দিয়ে মুখ পরিষ্কার করে নিন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে ফাউন্ডেশন লাগান। মেকআপ সহজে ঘেমে যাবে না।
– পরিষ্কার কাপড়ে আইস কিউব জড়িয়ে মুখ মুছে ফেলুন। বড় রোপকূপের মুখ বন্ধ করতে সাহায্য করবে।
– ঘাড়, গলায় ও মুখে পাউডার লাগানোর সময় হালকা ভেজা স্পঞ্জ ব্যবহার করুন। কমপ্যাক্ট পাউডার সহজে সেট করবে এবং বেশিক্ষণ ফ্রেশ থাকবে।

– লুজ পাউডারের চেয়ে কমপ্যাক্ট পাউডার বেশিক্ষণ থাকে এবং মসৃণ ফিনিশ দেয়। মেকআপ রিটাচ করার জন্য কমপ্যাক্ট পাউডার রাখুন সাথে। এতে দ্রুত মেকআপ রিটাচ করতে পারবেন।
– মেকআপ চড়া হয়ে গেলে কিছুটা মেকআপ রিমুভ করার জন্য টিস্যু ব্যবহার করুন।
– আই পেনসিলের কাজল কিছুক্ষণ পর মুছে যায়। তার বদলে লিক্যুইড আই লাইনার ব্যবহার করুন।
– লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে কিছুটা ফাউন্ডেশন লাগান। লিপস্টিক সহজে উঠে যাবে না। চুল খোলা রাখলে লিপগ্লস না লাগালেই ভালো। চুল এলোমেলো হয়ে উড়ে এসে লিপগ্লসে আটকে যেতে পারে

০ Likes ০ Comments ০ Share ৩৯৯ Views

Comments (0)

  • - তাহমিদুর রহমান

    ভাত দে হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাব!!

    - Developer

    good

    • - শফিক সোহাগ

      Thanks dada 

    - টোকাই

    খুব ভালো একটি লেখা । emoticons

    • - শফিক সোহাগ

      অনেক ধন্যবাদ আপনাকে emoticons

    • Load more relies...