Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মুক্তিযুদ্ধার কবরের মাটি পুড়ে বাতাশ ভারি হয় রক্ত পোড়া গন্ধে

 

 

 

 

শত শহীদের বুকের তাজা রক্তে ভেজা
পবিত্র জন্ম ভূমির মাটিতে
আবার ও পরাজিত হায়েনার নগ্ন পদচিহ্ন।

মুক্তিযুদ্ধার কবরের মাটি পুড়ে
বাতাশ ভারি হয়
রক্ত পোড়া গন্ধে।

চারিদিকে সেই পুরনো শকুনের দল
পাগলা কুকুরের মত
মেতে উঠে ধ্বংসের উন্মদনায়।

জননীর চোখের জলে
থোকা থোকা রক্ত জমাট বাঁধে
ইতিহাসের পাতায় পাতায়।

৭১এর পরাজিত হিংস্র দানব
আবারও নখের আচড়ে দাগ কাটে
স্বদেশের জাতীয় পতাকায়।

নরকের নারকীয় আগুনে
ঝলসানো অবুজ শিশু
বীভৎস নারীর নগ্ন শরীর
মানুষ অমানুষের ঘামে ভেজা শ্রম
চেতনার আগুনে চিতা হয়
পিতা পুত্র সন্তান।
তবু নির্লজ্জ বিবেকহীন বিশ্ব মানবতা
দানবের ফাঁসি কাস্টে খোঁজে
মানবিক মানবতা।

 

১ Likes ২০ Comments ০ Share ৬০২ Views

Comments (20)

  • - আলমগীর সরকার লিটন

    কবিতার মাঝে একটা আকুতি

    চারু দা-------

    • - চারু মান্নান

      dhannobahd, sorkar da,,,,,,,

    - মাসুম বাদল

    যায়রে দিন ভাল আসে দিন মন্দ,
    খাপছাড়া এই নগর জীবন, যেন প্রেম বিরহের কুন্ড
    এটা সময় আকাল পরলে, কোথাও খাবার নাইরে
    গোডাউন ভরা খাদ্যে কৃত্রিম সঙ্কট বাজারে

     

    কৃত্রিমতার যাঁতাকলে পিষ্ট জীবন যায়রে

    অক্রিত্রিম আদিম নাকি নাগরিকতায় অচল

    দিশা না পাই কোন পর্বে যাই

    বুঝে না পাই কোন মতটা খাঁটি আর-

    কোন পথেতে চলি... (আপনার বোধে উদ্বুদ্ধ হয়ে কয়েকটা লাইন জুড়ে দিলাম, ভাই!)

    • - চারু মান্নান

      kub valo laglo, badol vai, ai sheta valo thakun,,,,,,,

    - রুদ্র আমিন

    দেখছি খেলা

    বাংলার মেলা

    রাজনীতির মূল মন্ত্র,

    বাজার সংকট হলে তবে

    প্রতিপক্ষরা ধন্য,

    মরে যাক পুঁড়ে যাক

    সাধারন জনতা

    পিঁপড়ে আর তেলাপোকা চেয়ে নগন্য

    সোনার বাংলার মানবতা।

     

    Load more comments...