Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মানুষ হ


নারী কেবল ভোগ-সামগ্রী
সে কি মানুষ মোটে না?
কেনো তবে তার কপালে
প্রাপ্যটুকু জোটে না?

নারী কেবল মানুষ তো নয়
মায়ের চরণ স্বর্গ সে,
তবু কেনো নারীর তরে
নিগ্রহ – তা বর্গ সে?

নারী কভু আদরের বোন
কভু প্রাণের সখা সে
কেনো অযাচিত থাবা!
আদর পাখি চখা সে।

নারী হলো শান্তি-ছায়া
জীবন যুঝে রোজই সে,
তবু কেনো জীবনবাজি
হয় যে লোভের ভোজই সে!

নারী তো আজ সমান তালে
মেধা এবং মননে,
ঘরে সে মমতাময়ী
যোগ্যও সে রণনে।

নারীর ভালোবাসার ঋণে
সবারই তো দায় আছে,
সেই সে নারীর অপমানে
কারোরই সায় আছে?

নারীর কেনো পথেঘাটে
থাকেই তবু নিগ্রহ?
কুলাঙ্গার সেই পুরুষ অংশ
মানুষ তোরা শীঘ্র হ।
-
সো আ প
২৩/৫/১৫
ছবিঃ ইন্টারনেট

৪ Likes ১০ Comments ০ Share ৪৮২ Views

Comments (10)

  • - টি.আই.সরকার (তৌহিদ)

    তোমাদের স্বপ্ন জাগে টেমসের তীরে 
    আর আমাদের সকাল হয় জসিমউদ্দিনকে ঘিরে।।

     

    দারুণ লিখেছেন । শুভ কামনা ।

    - সুমন সাহা

    আপনার লেখাতে সবসময়ই আলাদা একটা ব্যপার থাকে। থাকে কিসের যেন একটা প্রচ্ছন্ন ইশারা। ভালো লাগে।

    শুভেচ্ছা রইলো অনেক।emoticons

    ভালো থাকবেন। সবসময়। অনেক।