Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নিঃশ্চুপ অর্ণব

১০ বছর আগে

মনের পাঁজরে মোম পলিশ

মনের পাঁজরে দ্যাখো, দেখা যায় কি না ! (?)
কষ্টকে মেখেছি মোম পলিশের মতো,
আহা ! কি মোলায়েম আর ঝলমলে ।

মা জননী, আমাদের পরিবার অথবা বন্ধু তোরা
শার্টের ভেতরে একটি প্রাণী ছাড়া আর কি কিছু দেখতে পাস ?
তোরা যেভাবে দেখতে চাস,
আমি সে ইচ্ছাই পুরন করি,
তবু আমিতো আমাকে দেখাই না ।
ঐযে হঠাৎ তোমাদের কথার আঘাতে,
আমার খেলনা আকাশ থেকে-----
পরেছিলাম দেয়াল ঘরে ,সেই ছোট্ট বেলা;
সেই থেকে বড় হতে শিখেছি তোমাদের এই ছলনার কোলাহলে ।

মনের পাঁজরটিও এতো দিনে চওড়া হয়ে গেছে খুব ।
যতই চওড়া ততই গোপন কান্না ।
তোমাদের মতো আমিও আমাকে দেখাই না
শুধু মাত্র আমাকে ছাড়া ।

মোম পলিশের মতো প্রতিদিন কষ্টকে মাখাই-----
মনের পাঁজরে ; মোলায়েম আর ঝলমলে।
মনটি যেন মোম হয়ে গেছে ;শুধু আগুন জ্বালাই না ।
মোমের ফিতে, সেতো তোমাদের হাতে ।

১ Likes ৮ Comments ০ Share ৪১৯ Views