Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

পাশা নূর

৯ বছর আগে

ভ্রমণ : সঙ্গে নিন প্রয়োজনীয় ওষুধ

 ভ্রমণে হাতের কাছে কিছু সাধারণ ওষুধ রাখা ও এর সঠিক ব্যবহার জানা অত্যন্ত জরুরি।

আসুন জেনে নিই কিছু সাধারণ রোগের ওষুধের নাম ও এর ব্যবহার-

* জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথার জন্য প্যারাসিটাল-৫০০ মি.গ্রা. (ডোজ : ১টা করে দৈনিক ৩ বার)

* পেটে গ্যাস, পেট ফাঁপা, বুক জ্বালার জন্য অ্যান্টাসিড (ডোজ : ১টা করে দৈনিক ৩-৪ বার)

* পেপটিক আলসারজনিত সমস্যার জন্য রেনিটিডিন বা ওমিপ্রাজোল (ডোজ : ১টা করে দৈনিক ২ বার)

* পেট খারাপের জন্য ওরস্যালাইন ও মেট্রোনিডাজল ৪০০ মি.গ্রা. (ডোজ : ১টা করে দৈনিক ৩ বার)

* বমি ও বদহজমের জন্য ডমপেরিডন (ডোজ : একটা করে দৈনিক ৩ বার)

* সর্দি-ঠা-ার জন্য ডেসলোরাটিন (ডোজ : একটা করে সকাল রাতে)

* কাশির জন্য যে কোনো কফ সিরাপ যেমন-এমব্রক্স বা অ্যাডোভাস (২ চামচ করে সকাল-রাতে)

* পায়খানা কষা হলে প্রচুর আঁশযুক্ত খাবার খেতে হবে ও আমিষ কম খেতে হবে ওষুধÑ মিল্ক অব ম্যাগনেশিয়া (ডোজ-২ চামচ করে দিনে ৩ বার)

* অ্যালার্জির জন্য এন্টিহিসটামিন (ডোজ : ১টি করে সকাল রাতে)

* চোখওঠা ও চোখ লাল হলে স্টেরাইল আই ড্রপ ব্যবহার করতে হবে (২-৩ ফোঁটা করে দিনে ৩ বার)

* সাধারণ কাটা-ছেঁড়ার জন্য এন্টিসেপটিক, তুলা ও ব্যান্ডেজ ব্যবহার করতে হবে।

এছাড়াও যারা গর্ভবতী আছেন তাদের ভ্রমণ করা ঠিক হবে না। জেনে রাখা ভালো গর্ভাবস্থায় ৭ মাস পর্যন্ত দূরের কোনো ভ্রমণে যাওয়া উচিত নয়। এতে গর্ভপাতসহ ও গর্ভস্থ শিশুর নানা ধরনের সমস্যা হতে পারে, যা গর্ভবতীর জন্য কোনোভাবেই কাম্য নয়। যারা দূরের পথে যাত্রা করছেন তাদের ভ্রমণের সময় ও ভ্রমণের পর প্রচুর পানি খেতে হবে। বাস, ট্রেন কিংবা লঞ্চে যাত্রাপথে পথের খোলা খাবার খাওয়া যাবে না। যাত্রাপথে কিছু খেতে হলে অবশ্যই ভালোভাবে হাত ধুয়ে তারপর খেতে হবে। 
১ Likes ০ Comments ০ Share ৬৩৯ Views