Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ভাষার গান

(ভাষা শহিদদের স্মরণে) 

ভাষার গান

-মোঃ মালেক জোমাদ্দার

 

মাগো তোর চরণধূলী হাতে তুলি

যাই বলে যাই,যাই চলে যাই  

জীবন যদি যায়গো চলি তবু বলি

বাংলা ভাষাই...যাই বলে যাই,।।

মাগো তোর  মুখের হাসি ভালোবাসি   

বাংলা ভাষাই...যাই বলে যাই,

প্রেম প্রীতি ভালোবাসা মনের আশা

সুখ দুঃখ তাই সব রেখে যাই   

মাগো তোর চরণধূলী হাতে তুলি

বাংলা ভাষাই সুখ খুঁজে পাই  ...।।  

বাংলা হবে রাষ্ট্রভাষা মায়ের আশা

যাই বলে যাই,যাই চলে যাই    

জীবন যদি যায়গো চলি তবু বলি

বাংলা ভাষাই...আমার আশাই।।

বাংলায় করবো লেখাপড়া উর্দু ছাড়া

আমি শুধাই মা বলে তাই  

একুশে ফেব্রুয়ারি চুয়াল্লিশ ধারা ভঙ্গ করি

রক্ত ঝরাই ওদের তাড়াই     

জীবন যদি যায়গো চলি তবু বলি

বাংলা ভাষাই...আমার ভাষাই।।  

তোমার কথা রাখতে গিয়ে জীবন দিয়ে

শহিদ যে ভাই শহিদ যে ভাই

মাগো হ্রদয় জুড়ে রাখি ভরে আপন করে

সে আমারই ভাই শহিদ সে ভাই    

মাগো তোর চরণধূলী হাতে তুলি

বাংলা ভাষাই সুখ খুঁজে পাই  ।।

রচনা কাল ০১/০২/১৫ ইং

ঢাকা।

 

৩ Likes ৬ Comments ০ Share ৫১২ Views

Comments (6)

  • - টোকাই

    দারুণ । ভালো লাগলো ভাইয়া...

    - মামুন

    ভালো লাগা রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ।

    শুভ সকাল।