Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ভালোবাসার গান

ভালোবাসায় এত জ্বালা আগে জানতাম না
ভালোবাসায় এত বালা আগে ভাবতাম না,
বুকের ভীতর যায়গো জ্বলে বিষের ব্যাথায়
দিবা নিশি ভাবছি বসে তোমারও কথায় ।।
সূর্য যখন পুবাকাশে দিবা কিরণও ছড়ায়
মনের মাঝে প্রেমের ডানা উড়িয়া বেড়ায়,
আমি শুধু ভাবি বসে তোমারই কথা
দূর করে দাও বন্ধু ওগো মনের ব্যাথা ।।
প্রখর কিরণ মাথার উপর দিনের মধ্যভাগে
আমি জ্বলছি প্রেম আগুনে কীযে কষ্ট লাগে ।।
ধীরে ধীরে সূর্য রশ্মির তেজ কমে যায়
তোমার রশ্মি শুধু বাড়ে আমাকে পোড়ায়,
আমি জ্বলি আমি পুড়ি সারা অঙ্গে ব্যাথা
শীতল হয় মধ্যমনি তুমি বল যদি কথা ।।
দিনের আলো নিভু নিভু শশি মৃদু হাসে
ভাবছি তুমি বসবে এসে আমারই পাশে,
পরান শীতল হবে আমার জুড়াবে ব্যাথা
ভুলে যেতে চাইগো বন্ধু পুরাতন কথা।
দু’দিনের এই পান্থশালায় জ্বালিও না আর
বিভেদ ভুলে হাত দু’খানা বাড়াও তোমার,
ভুলে যেতে চাইগো বন্ধু ঘুচাতে সব ব্যাথা
আমি হবো বন্ধু তোমার দিলাম পাকা কথা।।
মোঃ মালেক জোমাদ্দার
ঢাকা ২৫/০১/১৫ইং
০ Likes ০ Comments ০ Share ৪৩৩ Views