Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ভাই বোনেরা সবাই আসুন, বলুন সবাই- আছেন কেমন?

তুমি শৈশব পাড়ায় বেড়িয়ে এলে
শৈশব তোমায় ছুঁইয়ে ছুঁয়ে যায়
আমার একলা প্রহর কাটছে একাই বেশ
তোমার শৈশব আমায় ডাক দিয়ে যায়!

একটা উৎসবের ছুটির প্রহর শেষ
এবার নিজের ভুবনে ফেরার পালা
শহরে নেমেছে কাজের প্রহর বেশ!
একলা সুখের আমেজ করে খেলা

বন্ধু, ডাক দিয়ে যাও আমায়,
তোমার সোনালী শৈশবের ডানায়।

নাগরিক ব্যস্ততা ছেড়ে কর্মজীবী সব বন্ধুরা ঈদ উদযাপনে নিজ নিজ দেশের বাড়ি অথবা প্রিয়জনের কাছে গিয়েছিলো। ইতোমধ্যে অনেকেই ফিরেছে এবং এখনো ফিরবে বা আরও পরে ফিরবে। ব্যস্ত হয়ে উঠবে নগরী পুনরায়। এই ভাবনা থেকেই লাইনগুলো লিখে ফেললাম।

তো বন্ধুরা, আসুন, ঈদ পররবর্তী আড্ডায় মিলিত হই আজকে। কে কোথায় কেমন ঈদ উদযাপন করলেন জানা যাক।
খাওয়াদাওয়ার আয়োজন দেয়া হলো। চলুক খাওয়া দাওয়া আর কথাবার্তা।











চ্চলুক খাওয়াদাওয়া।
৩ Likes ২০ Comments ০ Share ৪৭০ Views