Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ব্লগারদের লেখার বিষয়গুলো বদলানোর সময় কি এখনও হয় নি?

যেখানে একটি মৃত্যু জ্বালে বিপ্লবের আগুন, সেখানে প্রতিদিন নিরপরাধ মানুষ নির্বিচারে মারা যাবে.... 
আর আমরা শুধুই স্নিগ্ধতার গান গেয়ে যাবো? এখনও কি শুধু ভালোবাসার কবিতা লেখে যাবো?

ব্লগারদের লেখার বিষয়গুলো বদলানোর সময় কি এখনও হয় নি?

ব্লগে আর রাস্তায় যুগপৎ জ্বলুক প্রতিবাদের আগুন...
শান্তির জন্য তথাকথিত গণতান্ত্রিক নৈরাজ্যের বিপক্ষে প্রতিবাদ....

যারা জনস্বার্থকে উপেক্ষা করে ক্ষমতার লোভে ঘোঁ ধরে বসে আছে
আরা যারা বছরের পর বছর ধরে শুধুই ক্ষমতায় ফেরার জন্য আন্দোলন করছে... আমরা কারও সঙ্গে নেই। 

যারা শিশুকে পুড়িয়ে মারে, চলন্ত গাড়িতে আগুন দেয়, যাত্রীকে নামার সুযোগও দেয় না, যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে...
আর যারা তা দেখেও শান্তির পথ খুঁজে না... সমঝোতার কথা বুঝে না
আমরা তাদের কারও সঙ্গে নেই। 

মাসব্যাপী এই মৃত্যু উৎসবে আমরা নেই….
চোখের সামনে মানুষ পুড়বে, অভিযোগ বিনিময়ে আমরা নেই…..
আমরা বলতে চাই, আপনারা উভয়েই দায়ি এই ধ্বংসযজ্ঞের জন্য। 

শাহবাগ আবারও জ্বলে ওঠেছে প্রতিবাদে…. শান্তির জন্য শান্তিভঙ্গকারীদের বিপক্ষে এই প্রতিবাদ….
এই প্রতিবাদে শরিক হোন….. লেখে এবং দেখে…. 
শরিক হোন সমর্থন করে এবং উপস্থিত হয়ে…


দাবি একটাই সহিংসতা নয়, সমঝোতা চাই...
প্রমাণ চাই যে, আপনারা সত্যিই গণমানুষের মুক্তির জন্য রাজনীতি করেন।

১ Likes ৩৫ Comments ০ Share ৫৪৬ Views