Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বেস্যা নয় মনসা !

আগুনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত পা আর তাপ বুঝে না । চোখের জলই কান্না নয়, মনের ক্রন্দন কেউ না দেখলেও চিরতার তিক্তায় অকার্যকর কিডনি ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে, মৃত্যুও মাঝে মাঝে খুব বেশী স্বার্থপর হয়ে ধরা দেয় না। বিরহের উষ্ণতায় আয়ুরস শুকিয়ে ক্রমাগত হচ্ছে স্মৃতিভ্রম তবুও বলতে হয় খুব ভাল আছি; হয়তো, মিথ্যাবাদী,ভণ্ড,পতারক,স্ববিরোধী বলে । 
ভাল বাসতে বাসতে ভালোবাসায় বিরক্ত হচ্ছি কাছের মানুষদের বিশৃখল-উন্মদনায়-অভদ্রতায়-মোহ’য়,।
মাঝে মাঝে অনুতাপে ভোগে পথ খুঁজি কিন্তু পথ হারায় পথের বাঁকে। 
কেউ বিশ্বাস করুক আর নাই করুক আমি—
বাঙ্গালী-প্রগতিশীল-মুক্তমনা-বিজ্ঞানমনস্ক-মানবিক কিছুই না।
আমি সত্যবাদী-স্বচ্ছ-সাহসী - খারাপ-বদমেজাজি-স্বার্থপর-অহংকারি । 
সুতরাং আমার কাছ থেকে দশ হাত নিরাপদ দূরে থাকুন। অন্যথায় আদর্শীক বঞ্চনার শিকার হতে পারেন যে কেউ । সেই সাথে চড়-কিল-থাপ্পড়-ভাংচুরের শিকারও হতে পারেন। মানবিকতার জন্য সন্ত্রাস এই মতবাদ তত্বে ভুলও হতে পারে কারণ এটা ধর্মগ্রন্থ নয় সুতরাং সাবধান। 
যেসব নারীরা যৌনতা পুঁজি প্রধান তাদের মুখে নারীবাদ মানায় না কারণ তারা কেউ হয় বেস্যা নয় মনসা। 
আবার কেউ কেউ বলে যারা একজনের সাথে সম্পর্ক ও যৌনতায় লিপ্ত হয় তারা একগামি আর যেসব পুরুষরা বউ রেখে পরকীয়া করে তারা বহুগামি । 
যারা জেনেশুনে এমন পুরুষের সাথে সম্পর্ক করে স্ত্রীদের ঠোকায় তারা কি নারীর শুত্রু নয়?
সাম্রাজ্যবাদীদের তৈরি এই সব কর্পোরেট বেস্যারাই পুরুষতন্ত্র বাঁচিয়ে রাখতে চালিকা শক্তি হিসেবে কাজ করে সমাজ দেশ থেকে দেশান্তরে।

লেখকঃ সাইফুল বিন হানিফ
১ Likes ০ Comments ০ Share ৪৯৬ Views