Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নাসরিন ইসলাম

৮ বছর আগে

বিয়ের দিনে নিজেকে সুন্দর দেখানোর কিছু টিপস



বিয়ের দিনটা প্রতিটি নারীর জীবনেই সবচেয়ে সেরা দিন। তাই সব নারীই চান এই দিনটিতে তাকে যেন সবচাইতে সুন্দর দেখায়। তার জন্য বেশ আগে থেকেই চলে প্রস্তুতি। তবুও কখনও কখনও মনের সব আশা যেন পূর্ণ হয় না। আর তার জন্য বাকি জীবন আফসোস করতে হয়। তবে গোপন কিছু টিপস জানা থাকলে আর আপসোস করতে হবে না।

মেকআপে ন্যাচারাল লুক
পারফেক্ট বিয়ের সাজের মূলমন্ত্র হলো, একেবারেই ন্যাচারাল লুক মনে হয় এমন একটি সাজ বেছে নেওয়া। কেননা ঐতিহ্যগত ভাবেই বাংলাদেশের কনেরা বেশ জমকালো শাড়ী ও গহনা পরে থাকেন। তাই সাজটাও যদি অতিরিক্ত জমকালো হয় তাহলে পুরোই জবরজং লাগতে পারে। তাই বিউটিশিয়ানকে বলুন যাতে ন্যাচারাল মনে হয় এমন একটি সাজে সাজিয়ে দিতে। শুধু মুখই নয় গলা, হাত, পা সমানভাবে সাজিয়ে দিতে বলুন। নয়তো মুখের ত্বকের তুলনার গলা, হাত, পা বেমানান দেখাবে।

মেকাপের পর কয়েকটি ছবি তুলে দেখুন
মেকআপ করার পর বিয়ের সাজেই কয়েকটি ছবি তুলে ফেলুন। ছবিতে দেখুন কোন অংশটি খারাপ দেখাচ্ছে, মেক আপ সব জায়গায় ঠিক মত বসেছে কিনা, কোন অংশ বেশি সাদা মনে হচ্ছে কিনা। সেক্ষেত্রে শুধরে নেওয়ার সময় থাকবে। তাই হাতে যথেষ্ট সময় নিয়ে পার্লারে সাজতে যাবেন।

বিয়ের আগে ত্বকের যত্ন
বিয়ের সপ্তাহ খানেক আগেই ত্বকের বিশেষ যত্ন নেওয়া শুরু করুন। হাত পায়ের ওয়াক্সিং, ফেসিয়াল, চুলের ট্রিটমেন্ট আগেই করে ফেলুন। নয়তো বিয়ের আগে একসঙ্গে সব কাজ করতে গেলে এগুলো আপনার গোটা সাজকেই মাটি করে দিতে পারে। বিয়ের ঠিক এক বা দু দিন আগে ভ্রু প্লাক করুন। বিয়ের দিন সাজার সময় ভ্রু প্লাক করতে গেলে সেখানে দ্রুত মেকআপ করার সময় ভ্রুর জায়গাটিতে যন্ত্রণা, চুলকানি, লাল হয়ে যাবার মত সমস্যা হতে পারে। যা আপনার সুন্দর লুককে নষ্ট করে দেওয়া জন্যে যথেষ্ট।

কনট্যাক্ট লেন্স পরে নিন মেকআপের আগেই
আপনি যদি চোখের রঙ পরিবর্তনের জন্যে অন্য কনট্যাক্ট লেন্স পরতে চান, তাহলে তা মেকআপ করার আগেই পরে ফেলুন। কেননা, কনট্যাক্ট লেন্স পরার সময় চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়তে পারে, যা আপনার চোখের মেকআপ এর ক্ষতি করতে পারে।

পোষাক ও গহনা নির্বাচনে সচেতন থাকুন
পোষাকের ফেব্রিক, রঙ ও গহনা নির্বাচনে সচেতন থাকুন। অন্য কাউকে এই রঙ বা ধরনের পোষাক ভালো লেগেছে বলেই যে আপনাকেও ভালো লাগবে এমন কোন কথা নেই। তাই চেষ্টা করুন আপনাকে মানায় এমন ফেব্রিকের ও রঙের পোষাক ও গহনা পরতে।

তৈলাক্ত খাবার ও মানসিক চাপ থেকে দূরে থাকুন
আপনি নিশ্চয়ই চাইবেন না যে, বিয়ের দিন আপনার মুখে ব্রণ বা র‍্যাশ থাকুক। তাই নিয়মিত ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি ফাস্টফুড, কোল্ড ড্রিঙ্কস, ভাজাভুজি ও মানসিক চাপ থেকে দূরে থাকুন। প্রচুর ফল ও সবজি খান ও মেডিটেশন করুন। বিয়ের অনুষ্ঠানের আগের রাতে পর্যাপ্ত ঘুমাবার চেষ্টা করুন। এতে আপনার ত্বকে ব্রণ বা অন্য কোন সমস্যা হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং মেকআপ ত্বকে খুব সুন্দরভাবে বসবে।

০ Likes ০ Comments ০ Share ৬৮২ Views

Comments (0)

  • - সুমন সাহা

    ভালো লাগলো লেখা প্রিয়।

    শুভেচ্ছা রইলো।emoticons

    - আলমগীর সরকার লিটন

    বড়ই কঠিন কথা

    অনেক শুভ কামনা

    - টোকাই

    খুব সুন্দর কবিতা ।

     

    তবে , 'গন্ধগোকুল' এর মানেটা যদি একটু তর্জমা করে দিতেন...