Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আ,শ,ম এরশাদ

১০ বছর আগে

বিশিষ্ট জনের তৈরী ১৫ টি সেরা বইয়ের তালিকা!! অন্যরকম এক বই মেলার খবর।

আজ সৈয়দ মুজতবা আলীর ৪০তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকীতে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি লিখার শুরুতে। আপনারা অবগত আছেন মাস ব্যাপী বই মেলা শুরু হয়েছে। অনেকেরই নতুন বই এসেছে । সবাইকে অভিনন্দন এবং শুভ কামনা জানালাম। আমাদের এই রম্য লিখকই বলেছেন সাহিত্যের আরেকটি নান্দনিক দিকের নাম রম্যরচনা।  বই বিষয়ক ভাবগম্ভীর লিখায়ও উনি রম্য সাহিত্য চর্চা করেছেন। উনি বলেছিলেন  বই কিনে কেউ কখনো দেউলিয়ে হয়নি। তবে আমার আজকের নতুন বইয়ের তালিকা দেখলে কেউ কেউ অজ্ঞান হতেও পারেন।

আমাদের এইবারের এই বই মেলায় সাড়া ফেলেছে ক্যাসিও বাবর, শেষ হাসি হাসি না , খালেক ব্যাপারি জেএসসি , ডঃ মঈনস্টাইন আলম বীর , মেজর ডাক্তারুজ্জামান, আসিব নজকলের লিখা ভিন্ন ধাঁচের বই গুলি।
বইয়ের তালিকা নিম্ন রূপ:

মোরগ উম্মোচন করা বই গুলির লিষ্ট :
১) ধন্যবাদ ফিরিয়ে দাও ,ফিরিয়ে নাও- বোরকা চখা ইবনে ফখা।
২) ঝাঁকুনি তত্ব- ঝাঁকুনির একাল সেকাল- ডঃ মইনাষ্টাইন আলমবীর
৩) গোপালী এখন ট্রেনে- খালেক বেপারী জেএসসি।
৪) গোলাপী এখন উপজেলা ট্রেনে- শেষ হাসা হাসি না।
৫) বিশ্বভ্রমণ :উড়ালপঙ্খীরে কোথায় গেলিরে- তেপান্তরী  মণি।
৬) চুপ বেয়াদ্দপ- খালেক ব্যাপারী জেএসসি।

৭) উই লুকিং ফর শত্রুজ- ক্যাসিও বাবর।
৮) সাদা বিড়াল যে ভাবে কালো হয়-রঞ্জিত ব্যান উত্তপ্ত।
৯) রোমান্টিক উপন্যাস : জামাতা আমাকে ছাড়লেও আমি জামাতাকে ছাড়বো না- খালেক ব্যাপারী জেএসসি।
১০) বাংলার চেয়ে উর্দুতে বেশী নাম্বার পাওয়ার সহজ তরীকা।-খালেক ব্যাপারী জেএসসি।
১১) একজন দেশপ্রেমিকের উপখ্যান-পেট্রিয়ট আকুল হাহোসেন ও শেষ হাসা হাসি না।
১২) সারাদিন একপক্ষে কথা বলেও আমি যেভাবে নিরপেক্ষ সুশীল-কাজী আসিব নজকল এবং মহাফৌজ কুল্লার যৌথ কুটকৌশল।
১৩) চীনের প্রাচীর থেকে শিলাখন্ড -মিডিয়ার মেয়ে বিয়ে করে বিখ্যাত হবার সহজ তরীকা বিষয়ক-কাজী আসিব নজকল।
১৪) আপনার মত আমি বিশ্বাস না ও করতে পারি কিন্তু আপনার মত প্রকাশের জন্য আমি আপনার গায়ে হাত তুলতেও রাজি আছি- মেজর ডাক্তারুজ্জামান।
১৫) পাগল কেবল পাবনাতে রয় না- মেজর ডাক্তারুজ্জামান।
কামিং সুন: আমি বাতিল -আমিই কাবিল -আমি অসহিঞ্চু- মেজর ডাক্তারুজ্জামান।

বই মেলায় গিয়ে হেভি টাসকি খেলাম। এইবারের বই মেলায় দেখি সব নতুন নতুন লিখকের জয় জয়কার। এই জয় মানে আবার পুতুলের ভাই নয়। এই জয় মানে ভিক্টোরি। ভিক্টোরী বললে আবার  ভিক্টোরিয়া মেমোরিয়াল পড়িবেন না। এই ভিক্টোরী মানে বিজয়।
যা হোক বইয়ের চমকপ্রদ নাম এবং প্রচ্ছদ আপনাকে বই গুলি কিনতে বাধ্য করবে সন্দেহ নেই।
বইয়ের অগ্রিম অর্ডার করতে চাইলে আমার ফেইস বুক:

ইহা একটি রম্য পোস্ট। কেউ এটাকে অরাজনৈতিক ভাবে নিবেন না। ইহা কাউকে আঘাত করার জন্য নহে। এই পক্ষে আর ঐ পক্ষে বইয়ের সংখ্যায় হের ফের দেখলে লিখক দায়ী নয়। লিখক একজন নিরপেক্ষ সুশীল একদম কাজী আসিব নজকলের মত সুশীল। তালিকায় ভারসাম্য আনার চেষ্টা প্রক্রিয়াধীন। মেলার আপডেট চলবে মেলা শেষ না হওয়া পর্যন্ত।

০ Likes ২২ Comments ০ Share ২৭৫৯ Views

Comments (22)

  • - কামাল উদ্দিন

    • - আলমগীর সরকার লিটন

      সুন্দর লাগল দাদা

      রাখব কোথায়

      অনেক অনেক ধন্যবাদ

      ভাল থাকুন-------

    - কামাল উদ্দিন

    শুভেচ্ছা

    • - আলমগীর সরকার লিটন

      জি দাদা

      আপনাকেও লাল গোলাপের শুভেচ্ছা

      অনেক ধন্যবাদ

      ভাল থাকুন-------

    - ওয়াহিদ মামুন

    সুন্দর। 

    • - আলমগীর সরকার লিটন

      জি দাদা

      সুন্দর লাগাই

      অনেক ধন্যবাদ

      ভাল থাকুন-------