Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বারবিকিউ ইন কামিনী ঘাট - ২

কামিনী ঘাটে যাব আমরা বারবিকিউ করতে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা কেউই চিনিনা, জানি না কিকরে কামিনী ঘাটে যেতে হবে। তবুও ইকবাল ভাইকে বারবার কল করে আর পথে দেখা হওয়া জেলেদের জিজ্ঞাসা করতে করতে এক সময় ঠিকই পৌছে যাই কামিনী ঘাট। ততক্ষণে অবশ্য দুপুর গড়িয়ে গেছে। ট্রলার থেকে নেমেই আমরা কয়েকজন লেগে পড়ি আগুন জালাবার কাজে, বাকিরা বসে যায় দুপুরের খানা খেতে। ভেজা মাটিতে কত কষ্ট করে যে আগুন ধরিয়েছি...

আজ কাহিনীর দ্বিতীয় অংশে তারই কয়েকটা ছবি দেখুন “বারবিকিউ ইন কামিনী ঘাট - ১” এরই মত উইথ ক্যাপশন।

শেষের টুকু এখনও বাকিই রইলো…..
প্রথম প্রকাশ :

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।
০ Likes ৬ Comments ০ Share ৫১৯ Views

Comments (6)

  • - ঘাস ফুল

    গোলাম আযমের রায়ে আমার মনটা ভেঙে গেছে। বয়সের অজুহাতে তাকে ফাঁসি দেয়া হল না, অথচ যুদ্ধের সময় তারা শিশু বাচ্চাদের পর্যন্ত রেহাই দেয় নাই। তাদের হাত থেকে রেহাই পায় না গর্ভবতী মায়েরা পর্যন্ত। রাজাকার শিরোমণির ফাঁসি হল না। নির্বাক হয়ে গেলাম খবরটা দেখে। এখনো আশায় আছি আপিলে তার ফাঁসি হবে। ধন্যবাদ হাসান ভাই।