Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নাহিদ ইসলাম

৯ বছর আগে

বাতিল করুন পাঠানো ই-মেইল

http://ideabuzz.net/wp-content/uploads/2013/12/632.jpg

জরুরি কোনো ই-মেইল পাঠানোর পর মনে হলো, কিছু লিখতে ভুলে গেছেন বা যাকে পাঠানোর কথা, তাকে না পাঠিয়ে অন্যকে পাঠিয়েছেন। এমন সমস্যায় পড়লে গুগলের জিমেইলের আনডু সেন্ট ল্যাব আপনাকে বার্তা পাঠানোর ৩০ সেকেন্ডের মধ্যে সেটিকে প্রত্যাহার করে সংশোধনী এনে আবার পাঠানোর সুবিধা দেবে। এটি করতে জিমেইলে ঢুকে (লগ-ইন) করে ওপরের ডানে Settings-এ যান। এবার এর Labs ট্যাবে ক্লিক করলে গুগলের অনেক উপকারী এবং মজার সুবিধা দেখা যাবে। এখান থেকে Undo Send ল্যাবটি খুঁজে নিয়ে সেটির Enable রেডিও বোতাম নির্বাচন করে পাতার একদম নিচে এসে Save Changes বোতাম চেপে সেটি সংরক্ষণ করুন। এটি সক্রিয় করলে আপনার মেইল ঠিকানা সেটির তালিকাভুক্ত হয়ে যাবে। তাই যেকোনো মেইল পাঠানোর কমপক্ষে ৩০ সেকেন্ড পর্যন্ত সেটি প্রত্যাহারের সুযোগ থাকবে।
এবার Settings-এর General ট্যাবে ক্লিক করুন। এখানে Undo Send-এর Send cancellation period: থেকে কত সেকেন্ড পর বাতিল করবেন, তা নির্ধারণ করে দিন। সুবিধামতো সময় বেছে নিয়ে এই পাতার নিচে এসে Save Changes বোতাম চেপে সেটি সংরক্ষণ করে দিন। এখন থেকে যখনই কাউকে বার্তা পাঠানো হবে, জিমেইলের ওপরে পপ-আপে Your message has been sent লেখার সঙ্গে Undo দেখাবে। Undo চাপলে তৎক্ষণাৎ সেটি বাতিল হবে এবং সংশোধনীর জন্য কম্পোজ খুলে যাবে। এবার প্রয়োজনীয় সংশোধনী এনে Send বোতাম চাপলেই সেটি প্রেরকের কাছে পুনরায় চলে যাবে।

পোষ্টটিআগে এখানেপ্রকাশিত।

আর সময় হলে আমার এই ব্লগ থেকে একটু ঘুরে আসবেন

>>>>>>>>>>>>>>>>>>>>>ধন্যবাদসবাইকে<<<<<<<<<<<<<<<<<<<<<<

০ Likes ০ Comments ০ Share ৩৯৯ Views

Comments (0)