Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বাংলার নারী

বাইরে থেকে ফিরলে বাড়ি
হাজার কষ্ট ভুলতে পারি
যার সাথে মোর বাঁধা নাড়ী
ক্ষুদ্র জ্ঞানে বুঝতে পারি
সে যে মাতা বঙ্গ নারী।
পরশ পাথর দু'হাত তার ই
ঘর সাজাতে সেই যে নারী,
ভাবেন কেমনে দেশটা গড়ি
মহান ব্রতে লক্ষ নারী,
সৈরাচারকে নিপাত করি
হাল ধরেলেন শক্ত করি।
প্রধান মন্ত্রী হলেন নারী
বিরোধী নেতা সেও নারী।
জলে নামলো বাঁধলো শাড়ি
কৃষি মন্ত্রী হলো নারী ।
বিদেশ গমন শক্ত ভারি
পুরুষ লাগবে নয়কো নারী,
মিথ্যা প্রমাণ করলো নারী
পররাষ্ট্র মন্ত্রী প্রমাণ তারই,
স্বরাষ্ট্র থেকে কোট কাচারী
সংসদ নেতা সাহসী নারী ।
স্পিকার নারী ভাবতে দেরি
শপথ নিলেন প্রত্যয়ী নারী।
পাহাড় চূড়ায় উঠলো নারী
এবার মোরা জয় জয় করি,
ভেদাভেদ নাই নর-নারী
সবাই মিলে দেশটা গড়ি।।
(মো: মালেক জোমাদ্দার তাং-২০/০৪/১৪ইং)

০ Likes ২ Comments ০ Share ৫০৪ Views