Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

তাইবুল ইসলাম

৯ বছর আগে

বাংলাভাষায় ইসলামি সাহিত্য এবং একটি ব্যক্তিগত পর্যালোচনা - ভূমিকা

ভূমিকা ।।

১.

বাংলাভাষায় ইসলামি সাহিত্যের সূচনা স্বাভাবিকভাবেই অনেক আলোচনার বিষয় । এক্ষেত্রে নানান জনের নানান মতামত গ্রহনযোগ্য ।

অনেকেই ইতিহাসের বিচারে ১৩’শ শতাব্দীকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন, কারন তখন এই বঙ্গঅঞ্চল “ইখতিয়ার-উদ্দিন-মুহাম্মদ-বিন-বখতিয়ার-খিলজী” র হাত ধরে ইসলামী শাসন ব্যবস্থায়( আনুমানিক ১২০৮ খ্রিস্টাব্দ) প্রবেশ করেছিল ।
আবার কেউবা এই মতের বিরোধী, কারন এখানে ইসলাম প্রবেশ করেছে তারও অনেক আগে, বিভিন্ন দাঈ’ (ইসলাম প্রচারক)-দের মাধ্যমে ।

আর তারই সাথে যদি এইভাষায় ইসলামি সাহিত্য দেখা যায়, তবে এর সমৃদ্ধ ধারায় মুগ্ধ হতে হয় নিমিষেই । সেই “আব্দুল হাকিম” বা “মহাকবি আলাওল” থেকে শুরু করে “কাজী নজরুল ইসলাম” হয়ে বর্তমান পর্যন্ত যে অব্যহত ধারা চলে আসছে; তা যেমন একদিক দিয়ে ধর্মের প্রতি মানুষের আবেগ ও ভালবাসার প্রকাশ করে, আবার অপর দিকে মৃদু বাতাসের মত বহমান ভাষাকে আরো এগিয়ে নিয়ে চলে ।

তবে ইতিহাস আর সমালোচনা যাই বলুক, ইসলামী সাহিত্যের বিকাশ এবং ধারা বর্তমানে এইভাষার একটি অপরিহার্য অংশ ।

২.

শিরোনাম দেখেই অনেক বুঝতে পারছেন এটি কোন গবেষনাপত্র নয় । বরং একজন ব্যক্তি হিসেবে বাংলাভাষায় ইসলামি সাহিত্যকে ঠিক কীভাবে দেখা হয়, তারই কিছু কথা এইখানে অালোচনা করার প্রয়াশ চালানো হয়েছে ।

আমি নিজের থেকে বললে বলতে চাই, আপনার যারা এই লেখাটি পড়ছেন বা পড়বেন তারা প্রত্যেকেই এখানকার প্রতিটি বিষয় সম্পর্কেই অবগত রয়েছেন । শুধুমাত্র এখানে ব্যক্তিগত কিছু মতামত পেশ করা হয়েছে, যেখানে একজন ব্যক্তির দৃষ্টিভঙ্গির ছায়া হয়ত পাবেন আপনারা ।

আশা করি লেখাটি আপনাদের ভাল লাগছে এবং লাগবে ।

(সময় স্বল্পতার কারনে আমি এখানে খুবই অনিয়মিত একজন, বিধায় পর্ব আকারে এই লেখাগুলো পোস্টে দিলাম । )

০ Likes ২ Comments ০ Share ৪২৬ Views

Comments (2)

  • - সোহেল আহমেদ পরান

    সুন্দর লেখনী। ভালো লাগলো রব্বানী ভাই।

    শুভেচ্ছা নিন

    • - রব্বানী চৌধুরী

      চমৎকার মন্তব্যের অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন পরাণ ভাই।

    - মোহাম্মদ মুশফিকুর রহমান মুশফিক

    ভালো লাগলো.।

    • - রব্বানী চৌধুরী

      চমৎকার মন্তব্যের অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন ভাই।

    - আসাদ ইসলাম নয়ন

    দারুন । শুভেচ্ছা রইলো ।

    • - রব্বানী চৌধুরী

      চমৎকার মন্তব্যের অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

    Load more comments...