Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মৌন রাজকুমার

৮ বছর আগে

বাংলা ডিকশনারি ঘাঁটাঘাঁটি করে কঠিন শব্দের মিশ্রণ কতটা শ্রেয়?

চলিত ভাষা কথ্য ভাষার জন্য উত্তম বিধায় সাধু ভাষা সেই কবে বিলীন হয়েছে।পাঠ্য বইয়ের পাতাতেও বিচরণ নেই সাধু ভাষার। তবু অনেকের লেখায়  কঠিন শব্দেরব্যবহার বিধায়  সাধারণের বোধগম্যের বাইরে চলে যায় লেখাগুলো অথবা পূর্ণস্বাদ প্রাপ্তি হয়না।  অনেকের কঠিন শব্দের ব্যবহার দেখে তো মাঝে মাঝে অবাকহই। এই ধরনের লেখাগুলো দেখলে প্রমথ চৌধুরীর "বই পড়া" প্রবন্ধটির কথা মনেপড়ে যায়। যদি কেউ না বুঝে লেখার মাহাত্য তবে কেন এই কঠিন শব্দের ব্যবহার? নাকি কঠিন শব্দের মিশ্রণ ছাড়া মানুষ কাউকে ভালো লেখক বলবেনা?  আমি অবশ্যকঠিন শব্দের ব্যবহারে সৃষ্ট লেখা পড়িনা। কারন আধুনিক যুগে সাধু ভাষারপ্রচলন নেই বিধায় আমি এই লেখা পড়ার আযোগ্য। তবে অনেক পাঠক তাদের লেখার অর্থ না বুঝেওবাহবা দেয়। জুটে অনেক পদক। আসলে এই ব্যাপারে আমার একটা প্রশ্ন হচ্ছে, আদৌতাদের লেখা বর্তমান যুগের মানুষের কাছে কি সত্যি গ্রহণযোগ্য? আমরা কি সত্যিএই কঠিন শব্দের সঠিক অর্থের সাথে পরিচিত?  যদি নাই পরিচিত হলাম তবে তাদেরলেখাগুলো আমদের সম্মুখে তুলে ধরে সেগুলোর সত্যিকারের স্বাদ আমাদেরপ্রদানের প্রচেষ্টায় সত্যি কি তারা সফল হচ্ছে? আদৌ সার্থক তাঁদেরলেখাগুলো?  বাংলা ডিকশনারি ঘেঁটে ঘেঁটে কঠিন শব্দের ভান্ডার হয়তো রপ্ত করেছেন কিন্তু লেখার সার্থকতা নিরবে হারিয়ে চলেছেন অচিরেই। এই ধরনের লেখকের লেখার থেকে সহজ ভাষায় সহজ শব্দের ভুল বানানের লেখা আমার কাছে অধিক গ্রহণযোগ্য।

০ Likes ২ Comments ০ Share ৬৮৯ Views