Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বস ও পিএ (রম্য, পর্ব-৪, ক্যাটাগরি-২)

বস অফিসে নাই........
একটু আরাম করে নেই
বাপরে একটা বস পাইছে হাড়ে হাড্ডিতে বজ্জাত
সারাদিন তার পিছে পিছে দৌঁড়াইতেই হয়
বেটা নিজে কিছুই করতে চায় না
সব আমারে দিয়া করায়......
আরে বলি-------- তোর কি হাত পাও আল্লাহ দেয় নাই
বেটা খচ্চর
সারাদিন গাঁ ঘেষে দাঁড়িয়ে থাকে বদের হাড্ডি।
নিজের স্বার্থের জন্য বেটার সাথে একটু অভিনয় করতেই হয়। খাতিরধারি না করলে আবার চাকরী থাইকা নট কইরা
দিবো নাইলে :( উফসসসসস
আজ একটু সুযোগ পাইছি একটু আরাম করে নেই গড়ড়ড়ড়ড়  

  যাউগ্গা মিটিং টা সাড়তে দেরী হইয়া গেলগা
গিয়াই অমিত্রার হাতের এক কাপ কফি খাওয়া যাবে
বেচারী সারাদিন আমার জন্য ব্যাকূল থাকে
কিন্তু মাঝে মাঝে মনে হয় বেটি ভিত্রে ভিত্রে বদ আছে....
আম্রেও চালাকীর সাথে বেটিরে ট্যাকল করতে হবে
হাতে রাখতেই হবে,,,,,,, নাইলে এত আরাম আম্রে কেডা দিবো আর
যাই হোক ইশ অমিত্রার হাতের আঙ্গুলের স্পর্শ অনেক নরম
চোখ দুইডা গরুর চোখের লাহান, সুন্দরী বিউটিফুল
গাল দুইডা পাক্কা দুইটা গোলাপী গোলাপের পাঁপড়ি..... emoticonsemoticons


টুংটাং বেলের আওয়াজ
মফিজ অমিত্রাকেএকটু ডেকে দেতো
-জি স্যার ( মফিজের প্রস্থান)
স্যার আপনের ডাকতাছে আর আপনি ঘুমাইতাছেন
হ্যালো শুনছেস দিদি (অমিত্রা ধরমর করে জেগে উঠলা, মনেমনে বলল খচ্চরটা আইসা পড়ছে অফিসে)
-তুই যা, আমি আসতেছি
অমিত্রা-স্যার আমাকে ডাকছেন
-হুম
বড্ড টায়ার্ড লাগছে । এককাজ কর এক কাপ কফি বানাও, তোমার জন্যও বানিও দুইজন একসাথে বসে কফি খাবো। জি স্যার (দাঁতে খটমট)
সাইয়া দিল মে আনারে ছমছমাছম (বসের গুনগুন শব্দ শুনা যাচ্ছে)
(অমিত্রা মনে মনে বেটা তোরে কালা কফি খাওয়ামো তিতা কফি খাওয়া কাকের বিষ্টার কফি খাওয়ামো, জোরে জোরে চামচ নাড়ার শব্দ) emoticons emoticons  · 
উফ.... লা জওয়াব...........অমিত্রা তোমার হাতের কফি এতটাই ভাল হয় যে না খাইছে সে বুঝবেই না।
এজন্য তোমাকে এত পছন্দ করি emoticons

তুমি যাই করো মনোযোগের সাথেই করো। তুমি ছাড়া আমি একদিন চলতে পারবো না। তোমাকে আমি সারাজীবন পিএ বানিয়ে রাখব।
(
খচ্চর বলে কি? বেটা আমি সুন্দরী তোর মতো বুইড়া হাবড়ার কাছে সারাজীবন থাকুম নাকি। বেটা আমার বেতন বাড়া আর আমি তোরে ফাঁকি দিয়া আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়া করুম তখন বুঝবি অমিত্রা কারো ব্যক্তিগত সম্পত্তি না হিহিিহহি emoticons)
অফিস ছুটির মুহুর্তে.......
অমিত্রা চলো আজ তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি, সন্ধ্যা হয়ে গেছে একা মেয়ে মানুষ অবরোধের ভিতর একা যাওয়া বিপদজনক।
আমার গাড়ি সাথেই আছে চল
-না স্যার আমি যেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না
শুন, আমি যা বলি তা শুনবা। আর শুন আগামী মাস থেকে তোমার বেতন দিগুন করা হবে এটা মনে আছে তো।
-জি স্যার।
(না যাওয়ার ইচ্ছে থাকলেও অমিত্রার করার কিছুই নাই, মনে মনে হাজারটা গালি দিতে দিতে গাড়িতে উঠল । বেটা বুইড়া শখ কতো আমারে গাড়ি চড়াইবো। দাঁড়া আর কয়টা দিন তোর বদমাইশি সহ্য করুম) 
অমিত্রার বয়ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ

এই শুন আমরা আগামী সপ্তাহে বিবাহ করবো
আমার বস বড্ড দিকদারী করতাছে বুঝছো
-আরে কি কও এখনো নিজের পায়ে ভালো ভাবে দাঁড়াতে পারিনি। তোমারে নিয়া রাখুম কোথায়?
-ও তাই!!!!!!! শেষে কিন্তু তোমাকে পস্তাতে হবে। আঙ্গুল চোষা ছাড়া তোমার করার কিছুই থাকবে না । আররের দুইজনের বেতন দিয়া যা হয় কিছু একটা হবে।
আর কোন কথা নয় আগামী সপ্তাহের জন্য প্রস্তুত থেকো কিন্তু। বাই.....

 · 
কয়েকদিন পর বস অমিত্রার বাড়িতে

বাড়ির দারোয়ানকে অমিত্রার কথা জিজ্ঞেস করার মুহুর্ত
-কাকে চান
-এটা অমিত্রার বাসা না?
-জি হ্যাঁ
-অমিত্রা নেই
-না, ওনারা তো হানিমুনে গেছেন কলকাতা/দার্জিলিংয়ে।
-কি বলেন, অমিত্রা আমাকে জানায় নি। আর কয়েকদিন অফিসেও আসেনি তাই খোঁজ নিতে আসলাম। (মনে মনে অমিত্রা কাজটা তুমি ঠিক করোনি :'( ) emoticons
প্রস্থান......... emoticons (মনে মনে অমিত্রা তুমি আমার সাথে থাকলে বুঝতা তুমি কত সুখি । টাকা পয়সার কোন অভাব ছিল না তোমার জন্য, একদিন বুঝতে পারবা তখন ভুলের খেসারত তোমাকেই দিতে হইবে   · 
বিয়ের কয়েকদিন পর
অমিত্রা চোখের পানি ফেলছে 
কি যে ভুলটা করলাম। বস বেটা বুইড়া হোক কিন্তু টাকা তো ছিলো । বেটা মরে গেলে সব সম্পত্তির মালকিন হইয়া সারাজীবন আরাম আয়েস কই জীবন পার করতে পারতাম।

মোহের কারণে একটা মিসকিন রে বিয়া কইরা লাইছি। এখন রান্নাঘরের হাঁড়িপাতিল নিজেরই বানান লাগতাছে। আর এদিকে বসও আম্রে চাকুরী থাইকা বিদায় কইরা দিছে....... সারাজীবন হাঁড়ি ঠেলাইতেই হইবে ই ই ই
দীর্ঘশ্বাস পড়ছে আর উঠছে....... 
(গুনগুন গান গাচ্ছে অমিত্রা-
টাকা ছাড়া আর আছে কি বলো
টাকা হলো নি:শ্বাস জীবনের
টাকা ছাড়া কেউ বাঁকে কি)
(মূল গান-ভালবাসা ছাড়া আর আছে কি বলো)

(অন্যদিকে বসের অবস্থা সূচনীয় emoticons emoticons
এই জীবনে আর হারামী বেঈমান সুন্দরী পিএ রাখতাম না

(প্রেম একবার এসেছিল নিরবে এই বুড়ো বয়সে
সেতো হায় উদোম পায় এসেছিলো পেরেছিলাম তো জানতে
সে যে এসেছিল বুড়োযৌবন তো বলেছিল
হায় সেই দিনে দীপ সব নিভেছিল........

বসের বিরহের গান চলছে তো চলছেই).................

সমাপ্ত




কষ্ট করে পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ
৪ Likes ৬ Comments ০ Share ৭৭৭ Views