Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

তাপস কিরণ রায়

১০ বছর আগে

বর্ষার রূপ

(ছোটদের এ কবিতাটি আমার তারিখ-৭/৬/১৯৬৬-তে লেখা)  

 

ওই দেখো এলো ভাই ঘন ঘোর বর্ষা,

চাষিদের মনে বুঝি এলো আজ ভরসা।

থেকে-থেকে ডেকে-ডেকে বিদ্যুৎ চমকে--

সকলকে বলে যায় যেন কি ধমকে। 

 

দিন নেই রাত নেই টুপটাপ পড়ে,

শনশন ভনভন--ঝড় কি যে ঝরে !

ব্যাঙগুলো একটানা দিন রাত ডাকে--

জল,জল,আরও জল--ফুর্তিতে হাঁকে। 

 

নীড়ে ফেরা পাখীগুলি ভয়ে জড়সড়,

ঝড় হয়ে হল সারা--বাসা পড়ো পড়ো। 

দুপুরের ফুরসতে ক্ষণেকের রৌদ্র,

মনে হয় যেন আজ এসে গেল ভাদ্র। 

 

সোনা সোনা রোদ ঝরে,ক্ষণেকের তরে,

মিশমিশে কালো মেঘ,আকাশের'পরে। 

এই বুঝি চিরদিন জগতের খেলা,

‘কালো’ আর ‘ভালো’ নিয়ে চলে সারা বেলা।।

০ Likes ১০ Comments ০ Share ৪১৫ Views

Comments (10)

  • - জাহাঙ্গীর আলম

    সত্যিই সেলুকাস! বিচিত্র এই স্বদেশ!!

    - মোঃসরোয়ার জাহান

    আর এটি যথার্থরূপে সম্পন্ন করা গেলে সম্পত্তির উত্তরাধিকারের মতো ভাষার যথাযথ উত্তরাধিকার নিশ্চিত হবে; আর এ জন্য সহযোগিতার হাত প্রসারিত করতে হবে আগ্রহী ও সংশ্লিষ্ট সবাইকে।darun