Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

robin iqram

৮ বছর আগে

বন্ধু(গান)

কেমন ভাল বাসলিরে বন্ধু বানাইয়া আমায় পর
মেঘের উপর ঘর বানাইয়া তাতে দিলি ঝড়।
ঘোমটা মোড়া চাঁদটারেও রাখলি আরো দূরে
দিব্যজ্ঞানে যাহা ভাবি রইল সবই মনে (রে বন্ধু)। 

আপন কইরা পুষলাম যারে সারা জীবনভর
সেই আমারে ভুল বুঝিয়া হইলি দেশান্তর,
নিজের ছায়াটারেও নিয়া রাখলি বহুদূরে
সব হারাইয়া আমি এখন নিঃস্ব অচিনপুরে (রে বন্ধু)।

কত কিছু দেখলিরে মন তবু মানুষ চিনলি না
নকল ভবের আসলটা তুই মিলায় দেখলি না,
শূন্যের উপর ভর দিয়া কেবলই রইলি পড়ে
না বুঝলে মন যায় নারে পাওয়া বৈরাগীর বাজারে (রে বন্ধু)।

১ Likes ১ Comments ০ Share ৪৮২ Views