Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ফাতিন আরফি

১০ বছর আগে

ফ্রি বিজ্ঞাপন সাইটগুলোতে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম দাম ধার্য করুণ

বিক্রয় ডট কম, ওএলএক্স, সেলবাজার, এ বাজার- সে বাজার কোন বাজারেই তেমন একটা কাজের কাজ সুবিধা পাওয়া যাচ্ছে না। মাগনা বিজ্ঞাপনের সুযোগ পেয়ে গণ হারে বিজ্ঞাপন আসে ঠিকই কিন্তু দাম দেখে মনেই হয় না যে এটা পুরানো জিনিসের বাজার। বিজ্ঞাপন দাতারা মনে হয় মনে করেন বিজ্ঞাপন দিলেই বিক্রেতা হুমরি খেয়ে পড়বে। কিন্তু তাদের মামু বাড়ির আবদার করা দামে বলতে গেলে ৭০-৮০ ভাগ বিজ্ঞাপন অযথাই মাসের পর মাস পরে থাকে তবুও সেগুলো বিক্রি হয় না। অথচ বাজারে পর্যাপ্ত ক্রেতা আছে। একটা কাজের জিনিস অব্যবহৃত অবস্থায় আপনার বাসায় পরে আছে, অথচ একটু কম দামে ছেড়ে দিলে অন্য কেউ তার সদ ব্যবহার করতে পারে। অনেকে আছেন জিনিসটা পোঁচে যাবে, তবু দাম ছাড়বেন না। এই ধরনের মন মানসিকতার পরিবর্তন করা উচিত। পন্য যত বেশি হাত বদল হয়, এটি তত বেশি উপযোগ সৃষ্টি করে। বেশির ভাগ দেশেই এই ধরনের ফ্রি বিজ্ঞাপনের ওয়েবসাইটগুলো অনেক ভালো চলে এবং ভালো মুনাফা করে। কিন্তু আমাদের দেশের একটি প্রতিষ্ঠানও আজ পর্যন্ত লাভের মুখ দেখেনি। তবুও তারা প্রচুর পরিমাণ টাকা এই খাতে ইনভেস্ট করছে। কিন্তু আমরা যদি আমাদের মন-মানসিকতার চেঞ্জ না করি তবে এই খাতের সব বিনিয়োগই বৃথা যাবে। এতে যে কেবল ঐ প্রতিষ্ঠানের ক্ষতি হবে তা কিন্তু নয় সম্পদের অধিক ব্যবহারের আর্থিক সুযোগ থেকে দেশও বঞ্চিত হব।

০ Likes ১৪ Comments ০ Share ৫৪৩ Views

Comments (14)

  • - আল ইমরান

    • - বাসুদেব খাস্তগীর

    - সালাহ্‌ আদ-দীন

    • - বাসুদেব খাস্তগীর

    - শহীদুল ইসলাম প্রামানিক

    চরম সত্য কথা।

    • - বাসুদেব খাস্তগীর

      ধন্যবাদ প্রামানিক ভাই

    Load more comments...