Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

তাহমিনা রশিদ

৯ বছর আগে

প্রিয় সুন্দর বন

সাত সকালে পেপার খুলেই আরেক দফা মন খারাপ হল। কালো তেলে ছড়াছড়ি সুন্দরবন। বাংলাদেশের যে কয়টা জিনিস নিয়ে এখন ও আমরা চিল্লাই, ভাব নেই... দেখ ব্যাটা, আমাদের আছে, তোদের নাই...তেমন ই একটা জিনিস হচ্ছে সুন্দর বন। কিন্তু কারো যেন কোন মাথা ব্যাথাই নাই। 
কয়টা কাঁকড়া, কুমির, মাছ মরলে আমাগো কি! মানুষ মরলেই আমরা পাট দেইনা! 
এমনই বুঝি হবার কথা। এদেশে মানুষের ই দাম নাই, আর জঙ্গলের দাম!
বিশ্ব ঐতিহ্য বাদ দিলেও, এমন সবুজ একটা বন, এমন কালো হয়ে গেছে দেখে... কেমনে কারো খারাপ লাগে না। 
সুন্দরবনের সাধারণ মানুষ গুলো তাদের নিজেদের চেষ্টায় এই তেল অপসারণ করছে, এই টুকুই কি সব... যথেষ্ট?????? এর মধ্যে আজ দেখলাম ডলফিন মারা যাবার প্রতিবেদন। সুন্দর এক ডলফিন মরে পরে আছে। কাঁকড়া গুলো কালো তেলে নাভিসসাস।এর মধ্যেই কেউ বলছে, এই তেলে সুন্দরবনের কোন ক্ষতি হবে না। এতো জ্ঞান পাবলিক কই পায়!
অক্ষম মানুষ আমরা, ভালো বাসা শুধু বুকে ধারণ ই করি। কিছু করার আসলেই কোন মুরোদ নাই। 
০ Likes ০ Comments ০ Share ৫৮৬ Views