Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ধ্রুব তারা

৯ বছর আগে

প্রাণীর হাড় নয়, মঙ্গলের ক্ষয়ে যাওয়া পাথর!


অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে মঙ্গল গ্রহে ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনের সন্ধান পাওয়া গেছে বলে খবর রটেছে। তবে নাসার গবেষকেরা সে সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, ‘মঙ্গল গ্রহে অক্সিজেনের অপ্রতুলতার কারণে জীবাণুর চেয়ে বড় আকারের প্রাণী থাকার সম্ভাবনা নেই বললেই চলে।’ 

মঙ্গল গ্রহে অবস্থানরত রোবট যান কিউরিওসিটি রোভারের তোলা প্রাণীর উরুর হাড় সদৃশ একটি ছবি সম্প্রতি সবার মনে কৌতূহল সৃষ্টি করেছে। এ ছবি দেখে অনেকেই মনে করছিলেন মঙ্গল গ্রহের মাটিতে হয়তো মানুষ কিংবা ডাইনোসরের উরুর হাড় পড়ে রয়েছে। 

ছবিটি মঙ্গল গ্রহে ১৪ আগস্ট তুলেছিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার পাঠানো রোবট যান। তবে নাসার গবেষকেরা নিশ্চিত করেছেন যে, ছবিতে যে হাড় সদৃশ বস্তুটি দেখা যাচ্ছে সেটি ক্ষয়ে যাওয়া পাথর, মানুষ কিংবা কোনো প্রাণীর হাড় নয়। আইএএনএসের এক খবরে এ তথ্য জানিয়েছে।

নাসার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটা কোনো হাড় নয়। মাস্টক্যাম ব্যবহার করে কিউরিওসিটির তোলা ছবিটি উরুর হাড় মনে হলেও আদতে তা নয়। এই মিশনের সঙ্গে সংশ্লিষ্ট গবেষকেরা মনে করছেন, বাতাস বা পানির প্রবাহে ক্ষয়ে যাওয়া কোনো পাথরের ছবি এটি।’

০ Likes ২ Comments ০ Share ৪০৬ Views

Comments (2)

  • - আসাদ ইসলাম নয়ন

    ভালো ।

    • - রব্বানী চৌধুরী

      সচেতনতা মূলক পোষ্ট সকলে সচেতন হোক শুভেচ্ছা জানবেন, ভালো থাকবেন।

    • Load more relies...