Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Alamgir Sarker Liton

৯ বছর আগে

প্রভাতফেরির গান (প্রতিযোগিতা-২০১৫, ক্যাটাগরি-১)


আমার শ্যামল মায়ের বুকে

সাত সাগর রক্ত ঝরে ঝরে-

অ- আ- ফুল ফুটেছে ফুটেছে

রক্ত রাঙা বর্নমালা অন্তরে গাঁথা

তাই তো প্রণয় কথা মুখে মুখে-।।

আমার শ্যামল বাংলা মায়ের বুকে।।

 

সেই রক্তিম ক্ষণের বেদনা

আর যাতনা বুঝেনি ঐ জিন্নাহ

মানুষ হয়ে কেমনে হায়না হলো

রফিক শফিকের রক্ত খায়লো;

বলো দেখি এমন কারো সাধ্য ছিল

বুকের রক্ত দিয়ে এনে দিলো –

মাতৃভাষা বিশ্বস্মরণ দিবস হইলো

দিবস পালন রবে যাবে যুগে যুগে।।

 

আজ হৃদয় ভরা উচ্ছ্বাসে উচ্ছ্বাসে

স্বাধীন বর্ণমালায় বাবা শিখায়

দাদা বলা -মায়ে শিখায় নানা-

দাদা নানা গান শুনায় আনন্দধারায়

প্রভাতফেরি ফটিকজলের শোকে শোকে।।

তবু্ও কি কারণে পুড়া কান্নার চর জাগে

এর শেষ কথার উত্তর দিবে কে?

আবার না হয় জাগে উঠো রফিক শফিক

আর ত্রিশ লক্ষ শহীদ আবার না হয় উঠ জাগে

এক পশলা শান্তি ঝড়ের ফাল্গুন দাও এনে

ফাল্গুন দাও এনে অবোধের বাঁকে বাঁকে

আমার শ্যামল মায়ের বুকে।।

 

লেখার তারিখঃ ২৫/০১/২০১৫
====================

২ Likes ২১ Comments ০ Share ৫২০ Views

Comments (21)

  • - তাহমিদুর রহমান

    কি বিপরীত চিত্র!!