Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ধ্রুব তারা

৯ বছর আগে

পিঁপড়ার উৎপাত থেকে সহজ মুক্তি পান

 

বাড়িতে পিঁপড়ার উৎপাতে অতিষ্ট! কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না। খাবার টেবিলে, রান্না ঘরে, শোবার ঘরে পিঁপড়া। মাঝরাতে আঁৎকা কানের ভেতরে ঢুকে রাতের ঘুম হারাম করে দিচ্ছে। বাড়িতে ছোট শিশু তাই ম্যাজিক চক ব্যবহার করতে পারছেন না। এটা বাসায় না নেয়াই ভালো কারণ বিষাক্ত। কিন্তু আপনি এসব বিষাক্ত বস্তু ছাড়াও পিঁপড়ার উৎপাত থেকে মুক্তি পেতে পারেন। যেমন:

পরিষ্কার রাখুন সবকিছু
বাসা-বাড়ির সব কোণায় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান। পানিতে কীটনাশক লিকুইড মিশিয়ে প্রতিদিনি দু’বার করে মেঝে মুছতে পারেন। কোথাও নোংরা জমতে দেবেন না। ডাস্টবিন সব সময় খালি রাখার চেষ্টা করুন। ডাইনিং টেবিলে খাবার দীর্ঘক্ষণ ফেলে রাখবেন না। খাওয়ার শেষে বাসনপত্র ধুয়ে রাখুন।

সাদা ভিনেগার
এটি পিঁপড়ার জম। পানি ও সম পরিমাণ সাদা ভিনেগার মিশিয়ে স্প্রে করুন ঘরের সব কোণায়।

দারচিনি গুঁড়া
যেসব জায়গায় পিঁপড়া উৎপাত বেশি সেখানে দারচিনির গুঁড়া ছিটিয়ে দিন। এর গন্ধ এরা সহ্য করতে পারে না।

লবণ
গরম পানিতে কয়েক টেবিল চামচ লবণ মিশিয়ে নিন। মিশ্রণ ঠাণ্ডা করে সম্ভাব্য জায়গাগুলোতে স্প্রে করুন। পিঁপড়া আশেপাশেও ঘেঁষবে না।

চক অথবা বেবি পাউডার
চকগুঁড়া পানিতে গুলে ঘরের বিভিন্ন কোণে এবং দেয়ালে ছড়িয়ে দিন। এ কাজটি বেবি পাউডার দিয়েও করতে পারেন।

১ Likes ৪ Comments ০ Share ৩৭৫ Views

Comments (4)

  • - জাকিয়া জেসমিন যূথী

    চমৎকার লেখনী আপনার। মুগ্ধ হোলাম।

    • - ইসমাইল জসীম

      ধন্যবাদ যূথী।

    • Load more relies...
    - বাপ্পী আহমেদ

    ভালো লাগলো। 

    • - রব্বানী চৌধুরী

       " পৃথিবীর কতো কোলাহল, কতো আয়োজন 

      স্বর্ণালি সকাল,দুপুর গড়িয়ে বিকেলের সাজ " 

       

       

      চমৎকার কবিতার লাইনগুলি, ভালো লাগলো কবিতা।  শুভেচ্ছা জানবেন, ভালো থাকবেন।

    • Load more relies...
    - ফাতিন আরফি

    লিখতে থাকুন। শুভেচ্ছা রইল।