Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

পাথরঘাটার যোগাযোগের প্রধান বাহন.....

পেশাগত দায়িত্ব পালনের জন্য আমি প্রতি মাসে একবার পাথরঘাটাতে আসি। দায়িত্বের জন্যই উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং গ্রামে যায়। এই এলাকার যোগাযোগের একমাত্র বাহন হলো মোটর সাইকেল। কারণ হিসাবে জানা যায় যে, এলাকার চলার পথগুলো হলো চিকিন এবং সরু । এই জন্য এলাকার সকল স'ানে মানুষ যাওয়ার জন্য মোটর সাইকেল ব্যবহার করে থাকে এবং খুব সহজে মোটর সাইকেল পাওয়া যায়। কিন'ু মোটর সাইকেল চালকদের মোটর সাইকেল চালনার উপর কোন প্রশিড়্গন নাই এবং কোন প্রকার লাইন্সেস নাই। যদি আমার নতুন কেউ এখানে আসার পরে এদের কবলে পড়লেই তার মনে হবে হয়তো স্বাভাবিক ভাবে ফেরা কঠিন। যেমন- আজকে সকালে পাথরঘাটার উদ্দেশ্য পূর্বের পরিদর্শন এলাকা থেকে একটি মোটর সাইকেলে করে বের হলার । প্রতি মধ্যে একটি দূঘটনা থেকে  মহান সৃষ্টি কর্তার মহিমায় আমি  স্বাভাবিক ভাবে ফিরে এলাম। আমার প্রশ্ন হলো এই থেকে বের হবার কোন উপায় কি নাই।

০ Likes ০ Comments ০ Share ৬০৮ Views