Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নাসরিন ইসলাম

৮ বছর আগে

নেইল আর্ট

 

নেইল আর্ট বর্তমান সময়ের জনপ্রিয় এক ফ্যাশন ট্রেন্ড। কয়েকটি রঙের নেইলপলিশ দিয়ে নখের ওপর ডিজাইন ফুটিয়ে তোলায় নেইল আর্ট। বর্তমানে পার্লার গুলোতে বেশ জমজমাট ব্যবসা চলছে নেইল আর্টের। সব বয়সের নারী লুফে নিচ্ছেন নেইল আর্টের মতো স্মার্ট ফ্যাশনকে। পার্লারে নেইল আর্ট করাতে চাইলে খসতে পারে বেশ কিছু টাকা। অথচ বাসায় বসে খুব সহজে নিজেই করতে পারেন সখের এই আঁকিবুকি।

জেনে নেয়া যাক নেইল আর্টের কৌশল।

– প্রথমে নখ পরিস্কার করে আগের নেইলপলিশ তুলে ফেলুন। এবার নিজের ইচ্ছামতো নখের আকার রেখে বাড়তি নখ কেটে ফেলুন।

– নখের মাথা ভালো করে নেইল কাটারের ধার দিয়ে ঘষে মসৃণ করে নিন।

– চিকন পেইন্টের জন্য কলমের পিন বা পুরোনো আইলাইনারের ব্রাশ ব্যবহার করতে পারেন।

– নখে ওয়াটার, ক্রিম, ইয়োলো বা হালকা পিংক রঙের নেইলপলিশ দিয়ে নখে এক পরত দিন।

– শুকিয়ে গেলে গাঢ় লাল রঙের নেইলপলিশ দিয়ে নখের ওপর তিনটা ত্রিভুজের মাথা আঁকুন। এবার এর কর্ণারগুলো কালো রং দিয়ে ঢেকে দিন। হয়ে গেল ট্রাইএঙ্গেল পেইন্ট।
– বেইজ কোট শুকিয়ে গেলে কালো নেইলপলিশ দিয়ে নখের মাঝ থেকে কোনাকুনি একটা দাগ দিন। এবার নিচের অংশ পুরোটা কালো করে দিন। এর ওপর গাঢ় সাদা রঙের ডট দিন চার থেকে পাঁচটা। বেইজ রং ধরে যেখান থেকে কালো রং শুরু তার উপর সাদা জরি নেইল পলিশ লাগিয়ে দিন। খুব সহজেই হয়ে গেল নখের উপর বল স্টাইল পেইন্ট।

– চাইলে পায়ের নখেও করতে পারেন নানা ধরনের নকশা। এক্ষেত্রে নখে গাঢ় রঙের নেইল পলিশ দিয়ে বেইজ কোট দিতে হবে। মনে রাখতে হবে পায়ের নখে গাঢ় রং বেশি মানায়। এর ওপর হালকা রঙের ছোট ছোট ফুল এঁকে নিন ইচ্ছা মতো।

– শুকিয়ে গেলে ওপরে ট্রান্সপারেন্ট নেইলপলিশের কোট দিয়ে শুকিয়ে নিন। এটি ওয়াটার কালার হতে হবে। যাতে ভেতরের আর্ট একেবারে স্পষ্ট দেখায়।

এছাড়াও করতে পারেন আরো অনেক ডিজাইন। বিভিন্ন রঙের নেইলপলিশ দিয়ে নিজের রুচি পছন্দকে ফুটিয়ে তুলতে পারেন সহজে।

১ Likes ৩ Comments ০ Share ১০৪৩ Views