Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রুদ্র আমিন (Rudra Amin)

১০ বছর আগে

নক্ষত্র ব্লগে একদিন....

বিশ্ব সাহিত্য কেন্দ্রে নক্ষত্র ব্লগের অনুষ্ঠানে গিয়ে মনে বারবার এমন প্রশ্ন করতে শুরু করল তাই মনের উত্তর গুলো মনে মনে দিয়েও ধরে রাখতে পারলাম না। শেয়ার করতেই হলো বন্ধুদের সাথে।

এখানেই নাকি আমাকে দেখা যায়..... কে জাকিয়া জেসমিন যূথী বলেছিল....

 



নক্ষত্র গুলো জ্বলছে তবুও
সবার মাঝে আঁধারে আমি
আঁধারেই রয়ে গেলাম,
সত্যি বড় হতভাগা,
যতবার চেয়েছি কিনারায় একটু দাড়াতে
জোয়ারের টানে গিয়েছি হারিয়ে অজানাতে,
সেখানটা আমি কখনই চিনতে পারিনি
তাই তো আজও হুড়মড়ি খেয়ে
বারবার পাড়ে ওঠার জন্য বড্ড আকুতি,
হাল ছাড়িনি আর ছাড়া হবেও না জানি।

 

 

 

Kohi Noor এই ছবিতে আমি তোমাকে ধরে রেখেছি। ফেসবুকে একটি মন্তব্যের উত্তর মেজদা এভাবেই দিলেন।

 

 

 

Sarkerliton Alfi ভাই আপনার চোখ বন্ধ করে থাকা ছবিটি কোথায় যেন হারিয়ে গেল.....কিছু মনে নেবেন না দাদা....জোকস্‌ করলাম। একটু এডিট করে প্রকাশ করেছিলাম।

নক্ষত্র ব্লগে এ আয়োজনটি সত্যি আমাকে মুগ্ধ করেছে। 

০ Likes ১৮ Comments ০ Share ৫৯৬ Views

Comments (18)

  • - বাঙলা বেলায়েত

    পিকাসো সম্পর্কে অনেক তথ্য জানলাম। ভালো লেগেছে।

    • - নূর মোহাম্মদ নূরু

      বাঙলা বেলায়েত আমার ব্লগে আসবার জন্য স্বাগতম।
      অসংখ্য ধন্যবাদ বরেণ্য চিত্রশিল্পী ও ভাস্কর পাবলো পিকাসোর
      মৃত্যুদিনে শ্রদ্ধা নিবেদনের জন্য

    - মাসুম বাদল

    চিত্রশিল্পী পাবলো পিকাসোর মৃত্যুৃবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি...