Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রোদের ছায়া

১০ বছর আগে

দেশি ফলে বেশি মজা

পরীক্ষাতে কি ফল হল

ব্যাগের ভিতর থাক

বাংলাদেশের ফলের কথা

এবার বলা যাক

 

গ্রীষ্ম হল ফলের ঝুড়ি

মধুমাস তার নাম

আম পাবে কাঁঠাল লিচু

আরও পাবে জাম

 

বেল, তরমুজ,বাঙ্গি, ফুঁটি

পাকা পেঁপের ভার

গ্রীষ্ম বেজায় কাবু থাকে

কুঁজো থাকে ঘাড়

 

বর্ষা হল রসে ভরা

আনারসের কাল

পেয়ারা আর আমড়া

ছাড়াও পাবে কচি তাল

 

শীতকালটাও ফলের মেলা

কমলা ,ডালিম, আপেল

নানা রকম কুলের সাথে

জলপাই,  কতবেল ।

 

দেশি ফলে আছে নানা

রোগ প্রতিরোধ গুণ

মজার এসব ফল খেয়ে

কাটুক জীবন ।

১ Likes ২৩ Comments ০ Share ৪২৮ Views

Comments (23)

  • - লুৎফুর রহমান পাশা

    খুব সুন্দর একটা বিষয় অবতারণা করেছেন ফেরদৌসী আপু। আমাদের এখন প্রায় এক হাজার ব্লগার। মনে করছিলাম বিজয়ীরা অন্তত শ খানেক করে ভোট পাবে। কিন্তু দুঃখজনক ৫০ টাও আসেনা। কিভাবে সম্ভব?

    তবুও আশাকরি সবাই ভোট দিবে।

    • - ফেরদৌসা রুহি

      সবাই প্রতিদিন নিজের লেখা পোস্ট করতে ব্যস্ত কিন্তু নির্বাচিত পোস্টে ভোট দিতে অনিহা ? ? ? ? ? ?

      কবে যে আমাদের মন উদার হবে

    - জাকিয়া জেসমিন যূথী

    আসলেই তাই। আরও একটা ব্যাপার দেখে খুবই কষ্ট লাগে। যে পোস্টটা আগে সাবমিট করার পরপর লেখাটা নাকি এত্ত এত্ত ভালো লেগেছে বললো, কয়েকজনে লাইক বাটনেও ক্লিক করলো সেই পোস্টটাই দেখা গেলো নির্বাচিত হওয়ার পরে আর কোনও রেসপন্স নাই। তাইলে এত যে ভালো লেগেছে বলে গেলা, তাহলে পরে নির্বাচনে জয়ী হতে দিতে চাইলা না কেন??? এতেই বুঝা যায় বেশিরভাগ পাঠকই শুধু নিজের লেখার দর্শক টানবার জন্যই এমন কাজ করে থাকে। 

    • - ফেরদৌসা রুহি

      সব আজাইরা বুলি। হাতে গুনা কয়েকজন শুধু অন্যের পোস্টে ভোট দেই। অন্য একজন জয়ী হোক তা বেশির ভাগই চাই না, তাই ভোট ও দেই না।

      থাক কান্না করে আর কি করবেন

    - নুসরাত জাহান আজমী

    ৫০ টা ভোট ও দেখিনা কোন পোস্টে।

    • - নুসরাত জাহান আজমী

    Load more comments...