Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মেঘলা মেয়ে

৯ বছর আগে

দুই অধিনায়কের পথে বাংলাদেশ

  অ-অ+ প্রধান ইস্যু ছিল শাস্তি মওকুফের অনুরোধ জানিয়ে সাকিব আল হাসানের আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ। কিন্তু গতকালের বোর্ড সভায় দেশীয় ক্রিকেটের স্বার্থসংশ্লিষ্ট বিষয় আলোচিত হয়েছে আরো অনেকগুলো। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের নৈপুণ্য মূল্যায়ন করতে গিয়ে একটি ব্যাপারে সিদ্ধান্ত একরকম নিয়েই ফেলেছে বিসিবি। টেস্ট ও ওয়ানডের জন্য আলাদা দুজনকে অধিনায়ক করা হবে। মুশফিকুর রহিমকে টেস্ট অধিনায়ক পদে রাখা হলেও মাশরাফি বিন মর্তুজাকে ওয়ানডের নেতা বানানোর পক্ষে মত দিয়েছেন বেশির ভাগ বোর্ড পরিচালক। তবে দলের ওপর বাড়তি চাপ পড়ার আশঙ্কায় ঘোষণাটি সরাসরি দিতে রাজি হননি বিসিবি সভাপতি নাজমুল হাসান। অধিনায়কত্ব নিয়ে আলোচনা প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘দল একটি গুরুত্বপূর্ণ সফরে রয়েছে। এ অবস্থায় এ-জাতীয় বিষয় নিয়ে কথা বলাটা ঠিক হবে না। দল ফিরুক, এরপর সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নেব।’ আরেকটা সিদ্ধান্তের কথা অবশ্য গতকালই জানিয়েছেন নাজমুল হাসান, ‘এশিয়ান গেমসে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবে মাশরাফি।’ একাধিক বোর্ড পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৫ বিশ্বকাপেও ‘নড়াইল এক্সপ্রেস’কেই অধিনায়ক করার পক্ষে বিসিবি। টেস্টের জন্য ফিট হলে সেই ‘এক দল এক নেতা’র ওপরই আস্থা রাখত বোর্ড। সেই নেতা হতেন মাশরাফিই। এর আগে ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত মুশফিকুর রহিমকেই অধিনায়ক পদে মনোনীত করেছিল বিসিবি। বোর্ডের আকস্মিক এই মত পরিবর্তনের কারণ কিছুটা আঁচ করা যায় নাজমুল হাসানের মন্তব্যেই, ‘সাম্প্রতিক সময়ে আমরা খেয়াল করেছি, বেশ কয়েকটা ম্যাচ জিততে জিততে আমরা হেরেছি। মূল্যায়ন করে দেখা গেছে, টিম কম্বিনেশন কিংবা বোলিং পরিবর্তন ঠিকঠাক না হওয়ায় ওই ম্যাচগুলো আমরা জিততে পারিনি। যেমন- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটা কিংবা এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে আমাদের হারার কথা ছিল না। তো, এসব বিষয় নিয়ে দল ফিরলে অধিনায়ক-কোচ-টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলব।’ সেই ‘কথা’ যে অধিনায়ক মুশফিকের জন্য খুব একটা স্বস্তিদায়ক হবে না, সে আবহ বইতে শুরু করেছে বিসিবির করিডরে। মাঠে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছু ভুল এবং মাঠের বাইরে কথাবার্তায়ও অধিনায়ক ভালো ‘বার্তা’ দিচ্ছেন না বলে মনে করছে বোর্ড। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজে দ্বিতীয় ওয়ানডেতে হারের পর ক্রিকেটারদের কমিটমেন্ট এবং খেলার ব্যাপারে অনীহার কথা সংবাদমাধ্যমে বলা নিয়ে বিসিবির এক পরিচালকের প্রতিক্রিয়া, ‘কাকে কাকে দেখে অধিনায়কের এমনটা মনে হয়েছে, সে নাম বলুক, তাহলে বোর্ড ব্যবস্থা নেবে। কিন্তু তা না করে পুরো বিশ্বকে বলে কী বোঝাতে চাচ্ছে ক্যাপ্টেন?’ বোর্ড সভাপতি অবশ্য ব্যাপারটি নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি, ‘অধিনায়ক যা বলেছে, তা নিয়ে দল ফেরার পর আলোচনা করা হবে। তা ছাড়া বিসিবি পরিচালক নাঈমুর রহমান গত রাতে  (সোমবার) ওয়েস্ট ইন্ডিজের পথে রওনা হয়েছেন। তাঁর কাছ থেকে এমন অনেক প্রশ্নের উত্তরই আমরা জানতে পারব।’ এদিকে দীর্ঘদিন ‘খালি’ পড়ে থাকা হাই পারফরম্যান্সের সিনিয়র কোচ পদে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক কোচ সরওয়ার ইমরানকে। “জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের কোচের দায়িত্বও পালন করবেন তিনি”- জানিয়েছেন নাজমুল হাসান। আর বিসিবির ভাইস প্রেসিডেন্টের দুটি পদে নির্বাচন হবে ১৬ সেপ্টেম্বর। তবে শূন্য পড়ে থাকা বিসিবির আরেকটি পরিচালক পদে জাতীয় ক্রীড়া পরিষদ কবে প্রার্থী দেবে কিংবা নিজের ছেড়ে দেওয়া পরিচালক পদে পদায়ন কবে হবে, সে প্রশ্নটি এড়িয়ে গেছেন বোর্ড সভাপতি। গতকালের সভায় আলোচনা হয়েছে বিপিএল নিয়েও। বোর্ড সূত্রে জানা গেছে, পুরনো কোনো ফ্রাঞ্চাইজিকেই বিপিএলের তৃতীয় আসরে রাখার ইচ্ছা নেই বোর্ডের। আর ডিসেম্বর-জানুয়ারিতে টি-টোয়েন্টির আসর বসিয়ে খেলোয়াড়দের বিশ্বকাপ প্রস্তুতিতে বিঘ্ন ঘটানোরও কোনো ইচ্ছা নেই বোর্ডের। ‘তাই সম্ভবত এপ্রিলে হবে বিপিএলের পরের আসর’- জানিয়েছেন নাজমুল হাসান। সাকিবের শাস্তি কমার পর *          ১৫ সেপ্টেম্বর থেকে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাবেন সাকিব আল হাসান। তবে সঙ্গে শর্ত হলো, ভবিষ্যতে অসদাচরণ করলে আবারও শাস্তির মুখে পড়বেন তিনি। *          মাঠ ও মাঠের বাইরের আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করবে বোর্ড। একই সঙ্গে অন্য ক্রিকেটারদের ওপরও চোখ রাখবে সংস্থাটি। *          ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে পারবেন তিনি, তবে তাঁর দলবদলের প্রক্রিয়াটা কী হবে, সেটি নির্ধারণ করবে সিসিডিএম। জানা গেছে, সাকিবের একটি ‘মূল্য’ নির্ধারণ করবে সিসিডিএম। এরপর পুলভুক্ত ক্রিকেটারের কোটা পূরণ করেনি- এমন দলগুলোর একটি সাকিবকে পাবে লটারির মাধ্যমে। *          শর্ত সাপেক্ষে শাস্তির মেয়াদ সংক্ষিপ্ত করায় এশিয়ান গেমসের জন্যও বিবেচিত হবেন।
০ Likes ২ Comments ০ Share ৫৮৬ Views

Comments (2)

  • - ফাতিন আরফি

    এতো পরিমাণ যাত্রী উঠায়, কি আর বলবো! 

    - জাকিয়া জেসমিন যূথী

    এভাবে আর কত? যে যান জলে চলার জন্যই তৈরী, তাকে সেভাবে তৈরী করাই তো উচিত। একটু বাতাসেই যদি হেলে যায়! আর ধারণক্ষমতার চেয়ে বেশি লোক উঠায় কেন? এটাও তো একটা প্রশ্ন! বিরাট প্রশ্ন!