Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

দাদুর সর্বনাম কথন ।

বুঝলি দাদু ভাই যে যমনা চলতেছে  তাদের নামে কোন কথায়  বলা যায় না সাথে সাথে সাত বছরের কারাদণ্ড ।

হেলিয়ে দুলিয়ে তারা শাসন করে চলছে এই প্রকৃতিটাকে । কখনো উষ্ম ,  কখনো শীতল হাওয়া আবার কখনো পলিমাটির আস্তরণ ।  গ্রীষ্মের খর রোদ্রে যেমন একটু শীতল হাওয়া অথবা একটু রিমঝিম বৃষ্টি পথিকের কাম্য আবার কনকনে  শীত কিংবা অতি বর্ষায় ও চায় একটু রোদেলা দুপুরের ছোঁয়া । তাই তার মনে কারো আসন স্থায়ী  হয়নি । কারণ একটাই এই জনপদের বাসিন্দারা অতিরিক্তকে খুব তিক্ত অনুভব করে । তাদের উপরও জনগণ খুব বিরক্ত কারণ তারা যখনি  ক্ষমতায় আসে বসন্তের গুন গুনানিতে শ্রাবণের বারি প্রবাহের কথা ভুলে যায় । 

তুমি তাদেরকে  কখনো বিশ্বাস করতে পার না তারা এই মৌসূমের কথা ঐ মৌসূমের ভুলে যায় মনে করতে পার তাদের স্মরণ শক্তি খুবই দুর্বল । দেশ- বিদেশের নামকরা সব ডাক্তার আর হাঁসপাতালে তাদের চিকিৎসা নেওয়ার পড়েও তাদের এই রোগের তেমন কোন উন্নতি হয়নি। মনে হয়

তাদের এই রোগ সারানোর জন্য এক ধরণের গোপন ঔষধ আছে কেবল তাদের কাছেই । আমজনতার কাছেও আছে তবে একটু ব্যতিক্রম ।

দুই পক্ষেরই সদিচ্ছা থাকলে হয়ত এই  রাজনৈতিক ব্যাধি থেকে দেশ ,জাতি ও জনপদ রক্ষা পেত ।

০ Likes ১০ Comments ০ Share ৩৮১ Views

Comments (10)

  • - জাওয়াদ আহমেদ অর্ক

    শুভকামনা রইলো । 

    • - ফায়েজ মাহ্‌দী

       ধন্যবাদ।

    - তাহমিদুর রহমান

    আরও গভীরে নিয়ে যান। শুভকামনা।

    • - ফায়েজ মাহ্‌দী

       বেশি গভীরে গেলে আপনারা সহ আমিও ডুবে যাব।

    - রোদেলা

    আমার মেয়ের নাম কিন্তু অদ্রীয়ানা

    • - ফায়েজ মাহ্‌দী

      ও তাই? ইউনিক নেম।

    Load more comments...