Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

তাপস কিরণ রায়

১০ বছর আগে

তোতন ও প্রজাপতি (শিশুকিশোর কবিতা)

তোতন কি জানে,ফুলের বাগানে

ফুলের কি হয় শোভা !

ফুলের সে মেলা, রঙের সে খেলা,

দেখে হতবাক,বোবা !

 

চামেলি,গোলাপ,জুঁইয়ের ঝাঁপ,

রজনীগন্ধা,গন্ধরাজ,

গেঁদা,দোপাটি,সব পরিপাটী !

মধুপেরা সেজেছে সাজ। 

 

দেখে মুগ্ধ তোতন,জুড়ায় প্রাণ মন,

ছুটে ছুটে দেখে সে বাগান,

মৌমাছি,প্রজাপতি,বড় দুষ্ট মতিগতি,

মুখে লাগা গুন গুন গান !

 

তোতনের ইচ্ছে, বলো তো কি হচ্ছে ?

ধরবে সে প্রজাপতি,

বারবার ছোটে,পারে না কো মোটে--

ও যে ওড়ে এতিউতি।

 

পাখনায় তার,কত রং বাহার!

সাত রঙা রামধনু,

লাল,নীল,সবুজ,কত যে অবুঝ !

তার সুকোমল তনু ।

 

সে গেলো জিতে,ধরল ও মুঠিতে

সেই প্রজাপতিটিকে ,

সে কি তার আনন্দ,পায়ে নিয়ে ছন্দ,

ছোটে বন্ধুদের দিকে।

 

বন্ধুরা উচ্ছলে,তোতনকে বলে,

মরে গেছে প্রজাপতি,

তোরই এ কাজ,মেরে দিলি আজ,

ও কি করে ছিল ক্ষতি ?

 

তোতন দেখে,একি ! ও পড়ে গেল দেখি !

ও চায়নি মারতে ওকে ,

কেন ও উড়ল না !আকাশটা ঘুরলো না !

কেন ঢলে গেল মৃত্যুর বুকে ?

 

সত্যি হোল তাই, প্রজাপতি নাই,

সে যে একেবারে গেছে মরে,

দু হাত ব্যাপে,মুষ্টি ধরে চেপে,

কি ভুল করেছে ওকে ধরে !  

 

কাঁদে তোতন, কাঁদে ওর মন

সে চায় নি মারতে তাকে,

ও তো জানত না,পায় না সান্ত্বনা ,

আবাধ কান্নায় মুখ ঢাকে ।।

০ Likes ১৮ Comments ০ Share ৫০৮ Views

Comments (18)

  • - ঘাস ফুল

    ভার্চুয়াল সম্পর্কগুলো মনে হয়ে এমনি হয়। কত কাছের অথচ বাস্তবে যোজন যোজন দূর। রুপাকে নিয়ে রোমেলের স্বপ্নের ভুবন মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে গেলো যখন দুজনের দেখা হল। মাহফুজকে যখন রূপা এতোই ভালোবাসে তবে কেন সে রোমেলের সাথে ভার্চুয়াল সম্পর্ক করতে গেলো? জানি এটার উত্তর কারো কাছে নেই। অবশ্য থাকার কথাও না। রোমেলের ভাঙা হৃদয়ের কষ্ট মনে হয়ে বিধাতার সহ্য হচ্ছিল না, তা নিজের কাছে নিয়ে গেলো রোমেল। রেখে গেলো শুধু কিছু রক্তাশ্রু। 

    ভালো লিখেছেন ইখতামিন। ধন্যবাদ। 

    • - ইখতামিন

      ভার্চুয়াল সম্পর্কগুলো বাস্তবে অস্তিত্ব লাভ করে খুবই অল্প...

      সুন্দর ও সাজানো মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ রইলো।

    - মোঃসরোয়ার জাহান

    ভালো লাগলো লেখাটি পড়ে,শুভ কামনা রইল।

    • - ইখতামিন

       

      পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ..

      আপনিও ভালো থাকুন।

    - মাঈনউদ্দিন মইনুল

    দারুণ গল্প তো! ভারচুয়াল মানুষদের নিয়ে এভাবে কেউ গল্প লেখে না। শোবিজের মানুষগুলোর মতো এদেরও জীবন বিচিত্র। 

     

    রোমেলের জন্য খারাপ লাগছে।

    আবার মাহফুজ ব্লগার হওয়ায় তার পক্ষও ছাড়তে পারছি না 

    • - ইখতামিন

       

      সুন্দর একটা মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ মাঈনউদ্দিন ভাই... মাহফুজ যেমন ব্লগার, তেমনই রোমেলও একজন ব্লগার... ;)

       

      অনেক ভালো থাকুন

    Load more comments...