Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

তৈল কাব্য

তেল দিলে গা তেল তেলে হয় তেল দিয়ে হয় ভাজা, তেল কারণেই আজকে ফকির কালকে কিন্তু রাজা। কথা ভীষণ ভারী মজার কেমনে তার এত্তো গুণ ? তেল দিয়ে হয় বাড়ি গাড়ি তেলেতে মাফ সাত খুন। তেল প্রয়োজন নয় রে শুধু করতে খাবার তৈরী, তেল কারনেই পদোন্নতি তেল ছাড়া বস্ বৈরী। অফিস পাড়া রাজনীতিতে সবাইর খেল তেল নিয়ে, তেল মারলে আপনিই পাশ নাই চিন্তা ফেল নিয়ে।
০ Likes ১ Comments ০ Share ৪৯২ Views

Comments (1)

  • - মুহাম্মাদ আরিফুর রহমান

    ১। ভাবনা - এইটা ফেসবুক এর স্ট্যাটাস এর মত। এইখানের লেখা ব্লগ এর মুল পাতায় যাবে না, শুধু আপনার বন্ধুরা দেখবে (প্রাইভাচি ওনুজায়ী)। আর ব্লগ এ জা লিখবেন ব্লগ টা ব্লগ এর পেজ এ যাবে।

    ২। যারা ধারাবাহিক পোস্ট লিখেন তারা "উপাখ্যান" অপশন টা ব্যবহার করবেন।

    ৩। অনলাইন অপশন টা নিয়ে কিছু কাজ বাকি আছে, কিছু দিন পরে দেয়া হবে।

    ৪। সর্বোচ্চ মন্তব্যকারী  আর সর্বোচ্চ পোস্টদাতা - এই অপশন বাদ দেয়া হয়েছে; কারন আমরা সোশ্যাল ও ব্লগ কে ফিউসন করা হয়েছে।

     

    আরও কিছু জানার থাকলে বলতে পারেন।

    • - নুসরাত জাহান আজমী

      আপাতত জানার নাই ভাইয়া। দেখি পরে মনে হইলে আবার জিজ্ঞেস করে নিব। আপনেরে বড় একটা আমের ঝুড়িতে ধইন্না। emoticons 

    - লুৎফুর রহমান পাশা

    প্রোফাইলে একটা ছবি ঝুলাইয়া দেও। দেখত বিষম দেখাবে

    - নুসরাত জাহান আজমী

    উক্কে.. emoticons

    Load more comments...