Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Blog Moderator

৮ বছর আগে

তৃতীয় পর্বের ফলাফল ঘোষণা: বিজয়ীদের অভিনন্দন

সুপ্রিয় ব্লগারবৃন্দ

আপনাদের স্বতস্ফুর্ত অংশ্রগ্রহনে জমে উঠেছে নক্ষত্র আয়োজিত সৃজনশীল ব্লগিং প্রতিযোগিতা-২০১৬। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইতিমধ্যে আমরা প্রথম ও দ্বিতীয় পর্ব শেষ করে ফলাফল ঘোষণা করেছি। এবার তৃতীয় পর্বের ফলাফল ঘোষণার পালা। আশার কথা এই যে,পর্যায়ক্রমে মান সম্পন্ন লেখায় পরিপুর্ণ হয়ে উঠেছে ব্লগিং প্রতিযোগিতার এবারের পর্ব গুলো।

প্রতিযোগিতার নিয়মানুযায়ী একই প্রতিযোগিতায় একই ব্লগারকে একই ক্যটাগরীতে একাধিক পুরস্কার দেয়া হবেনা। তার মানে এই নয় যে লেখা মানসম্মত নয়। বেশী সংখ্যক লেখককে সুযোগ দেওয়ার জন্যই এই উদ্দ্যোগ। ফলে যে সব ব্লগার ইতিমধ্যে বিজয়ী হয়েছেন তারা একই ক্যটাগরীতে পুনরায় পুরস্কৃত হবেন না। তবে নিয়মানুযায়ী লেখার গুনগত মানের ভিত্তিতে অন্যন্য বিভাগেও পুরস্কৃত হতে পারেন। তাই আপনারদের ভিন্ন বিভাগে এবং সুন্দর মানসস্মত সৃজনশীল লেখা দেওয়ার জন্য আহবান জানাচ্ছি।

আপনারা জানেন প্রত্যেকটা লেখাই বিচারকগন ১০ এর ভিত্তিতে আলাদা আলাদা মুল্যায়ন করেন। সকল বিচারক প্রদত্ত নাম্বারের গড় নাম্বারের সাথে প্রাপ্ত ভোটের প্রতি ভোটকে ০.১ মুল্যায়ন করে যোগ করা হয় এবং সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত লেখককে বিজয়ী ঘোষনা করা হয়।

 এবার ফলাফল ঘোষণার পালা।

 তৃতীয় পর্বের বিজয়ীদের তালিকা নিচে দেয়া হলো।


 বিভাগ-১ কবিতা/ছড়া/গান এ বিজয়ী হয়েছেন

* তৃপ্তি দাও মনে – টি আই সরকার তৌহিদ

* বিশ্রামাগারে ভাল নেই বাবা-মা – মোকসেদুল ইসলাম

* ভুল – নাজনীন পলি

 

বিভাগ -২ রচনা/গল্প/ চিঠি এ বিজয়ী হয়েছেন

* শুকনো গোলাপের প্রেম - সেলিনা হক

* ফুলকি – আবু সাঈদ আহমেদ

* ছন্দপতন – জামান একুশে

 

বিভাগ-৩ বিবিধ এ বিজয়ী হয়েছেন

* বাবার পরাণ –সোহেল আহমেদ পরাণ

* নারায়ন গঞ্জ, হাজীগঞ্জ দুর্গ বা কেল্লা ভ্রমন – এই মেঘ এই রুদ্দুর

* প্রিয় বাংলাদেশের সম্ভাবনা,সমস্যা ও সমাধান – কামরুল হাসান মাসুক

 

আসুন নক নজরে দেখে নেই নির্বাচিত সকল লেখক কোন লেখায় কত নাম্বার পেয়েছেন।

 

বিভাগ-১- কবিতা/ছড়া/ গান

শিরোনাম

লেখক

বিচারক প্রদত্ত গড় মান

ভোটে প্রাপ্ত মান

মোট মান

নিস্কলুষ জেদ

কাফাশ মুনহামান্না

৪.৫

২.০

৬.৫

একটা ধোলাই দিবস

এই মেঘ এই রুদ্দুর

২.৪

৮.৪

বন্ধু

মুদ্রা

৪.৫

১.৯

৬.৪

কথা

মোহাম্মদ অয়েজুল হক

২.০

৭.০

প্রত্যাবর্তন

এ,টি নুর শেখ লিটা

২.৮

৭.৮

প্রেমানুভুতির দ্বিজাততত্ব

ইবনে শামস

১.৯

৬.৯

তৃপ্তি দাও এ মনে

টি আই সরকার (তৌহিদ)

২.১

১০.১

বিশ্রামাগারে ভাল নেই বাবা-মা

মোকসেদুল ইসলাম

২.৪

৯.৪

না হল ঘর আমাদের

কারিম গাজী

৫.৫

২.০

৭.৫

বাংলাদেশ শোনে কলকল ধ্বনি

শাহ আজিজ

২.১

৭.১

ভুল

নাজনীন পলি

৬.৫

২.০

৮.৫

যাপিত জীবন

মিনাক্ষী বিশ্বাস

২.১

৭.১

সীমান্ত খুঁজতে এসেছে পথিক

চারু মান্নান

১ম পর্বে পুরস্কৃত

১.৮

৬.৮

ফাল্গুনে বসন্ত বিলোপ

টৌকাই

৫.৫

২.০

৭.৫

স্মৃতির ভাব-সম্প্রাসারণ

হিমু বৌখ্রি

১.৮

৬.৮

অভাগীদের ভাগ্য

সাদাত চৌধুরী

১.৮

৭.৮

একটি সুষম বিপ্লব

মফিজুল ইসলাম খান

১.৮

৬.৮

দুটি ছড়ায় হৃদ্য প্রার্থনা

সোহেল আহমেদ পরাণ

২.১

৮.১

কবিতা তোমাকে দিলাম

হরি দাস পাল

১.৮

৭.৮

মধ্যবিত্ত

প্রলয় সাহা

১.৮

৬.৮

কাটাতারের বেড়ায় বন্দি

একুশের বইমেলা

মোঃ সারোয়ার হোসেন ভুইয়া

৪.৫

২.০

৬.৫

নারী

রুদ্র আমিন

১ম পর্বে পুরস্কৃত

২.৩

৭.৩

আমার বাংলা ভাষা

দীপন্কর বেরা

৫.৫

২.২

৭.৭

 

 

বিভাগ-২ রচনা/চিঠি/গল্প

 

শিরোনাম

লেখক

বিচারক প্রদত্ত গড় মান

ভোটে প্রাপ্ত মান

মোট মান

আমি মধ্যবিত্ত কিন্তু দামী শ্রেনী

মেঘ আবির

১.৮

৬.৮

গ্যব্রিয়েলের কুকুর জন্ম

সকাল রয়

৬.৫

২.২

৮.৭

অনুভবে তুমি

রুদ্র আমিন

২.০

৭.০

শুকনো গোলাপের প্রেম

সেনিলা ইসলাম

২.৩

১১.৩

তুই আমার তুই

এই মেঘ এই রুদ্দুর

২.৪

৭.৪

বেঁচে থাকার মজা

দীপন্কর বেরা

১.৮

৭.৮

এক মৃত্যুর একাধিক মৃতদেহ

মুদ্রা

২.০

৭.০

বিষাদ কাহন

জাকিয়া জেসমিন জুই

৫.৫

২.৫

৮.০

বেঁচে থাকার সুখ

হরি দাস পাল

১.৯

৬.৯

কনফেকশন অব সাইকো

এ টি নুর শেখ লিটা

১.৮

৭.৮

ফুলকি

আবু সাইদ আহমেদ

১.৯

৮.৯

মহব্বত আলীর মাইক্রো বিলাস

টি আই সরকার তৌহিদ

২.০

৭.০

মা

ইফ্ফাত রুপন

২.০

৮.০

ছন্দপতন

জামান একুশে

১.৮

৮.৮

 

 

বিভাগ- ৩, বিবিধ

শিরোনাম

লেখক

বিচারক প্রদত্ত গড় মান

ভোটে প্রাপ্ত মান

মোট মান

বাবার পরাণ

সোহেল আহমেদ পরাণ

৩.০

১০.০

বিজ্ঞান ও প্রযুক্তিঃ এ সমাজের জন্য শুভ নাকি অশুভ?

টি আই সরকার(তৌহিদ)

১.৯

৬.৯

একুশের জন্য সেচ্ছাসেবী হয়েছিলাম

শাহ আজিজ

১.৭

৬.৭

নীতিহীন মানুষ

রাজীব নুর খান

১.৮

৫.৮

চাহনী

এবি এম শিবলী

১.৯

৬.৯

দুনিয়ার সবচেয়ে বড় পাপ চিত্তের দুর্বলতা

মোঃ সারোয়ার হোসেন ভুইয়া

২.০

৭.০

নারায়নগঞ্জ, হাজীগঞ্জ দুর্গ বা কেল্লা ভ্রমন

এই মেঘ এই রুদ্দুর

২.২

১০.২

প্রিয় বাংলাদেশের সম্ভাবনা,সমস্যা ও সমাধান

কামরুল হাসান মাসুক

১.৮

৭.৮

 আগের পর্ব সহ এই পর্বের সকল বিজয়ী এবং অংশ গ্রহন কারী অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা স্বতস্ফুর্ত অংশ গ্রহনের জন্য। আশাকরি পরবর্তি পর্ব গুলোতেও আপনারা আপনাদের প্রতিভার স্বাক্ষর রাখবেন।

৫ Likes ৯ Comments ০ Share ৫৩০ Views