Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

তিন শহর


ফ্রাঙ্কফুর্টজার্মানী

ম্যাসেঞ্জারেবন্ধুর ম্যাসেজআর এক মহাদেশ পার হয়ে আসাতেই যেন হ্যান্ডসেট স্ক্রীণেমৃদু কাঁপন অনুভব করে দূরের বন্ধুমৃদু হাসি নিয়ে বিছানায় পাশ ফিরে আরামঅনুভব করেভালো লাগাটুকু চোখ বন্ধ করে উপভোগ করে

স্ক্রীণে বন্ধুর মুখ

পারুর সাথে একবার কথা বলতে চাইআমার ফোন ই ধরছে নাতোর বুবুকে বল না..

সময় যেন থমকে যায়

নিঃশ্বাসগুলো বিশ্বাসের ওপার থেকে এপারে আসতে বাঁধা পায়

সমস্যারগভীরেচিন্তা-ভাবনাকে ঠাই দেবার আগেই বেদনারা ঘিরে ধরে দূরের বন্ধুকেসেমোবাইলের দর্পণে কাছের বন্ধুরছবির দিকে তাকিয়ে থাকেউপায় খোঁজে


মধ্যরাতপারুর শহর

একাএক প্রিয়দর্শিণী ঘুমন্ত ওর নিজ শহরের নিমগ্নতা যোগীর গভীর ধ্যানমগ্নতায়অনুভব করছেফ্ল্যাট লাগোয়া ইউক্যালিপটাস গাছটির পাতার ফাঁক গলে নেমে আসাচাঁদের আলোয় ওর দীর্ঘ এলোচুল কেমন মায়াবী! নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসে...দর্শকের বুকের গভীরে উষ্ণ রক্তের তান্ডব নৃত্য অনুভব করায়

কালচে আগুন!

অহর্নিশি পোড়ায়- কাছে টানে- এমনই আগুন

কি এক রহস্যময়, গোপন আবেশে পারুর অধর কোণে ফুটে উঠা মৃদু হাসি মিলিয়ে যাওয়ার আগেই হ্যান্ডসেটে মৃদু কম্পন...

পারু! ফোন ধর... একবার...


এতটুকুই কথাকত ব্যথাকথার ভিতরেও কতটা যে না বলা কথা রয়েই গেল! রেখে গেল- কিছু একটা- অনুভবে- কল্পনায়?

বাস্তবে নয় কি? কেন?

পারুরহাসি ই পারুর কান্নাসেই কান্না ধীরে ধীরে মৃদু হাসির কম্পনে চোখ স্পর্শকরার আগেই, মধ্যরাতের এক রহস্যময়ী অপ্সরী, নিজের শহরে বসে ভাবে-

' ওকে যদি আমি ভালো ই না বাসি, তবে ওর কষ্ট অনুভব করে, আমার ও কষ্ট পাবার কোনো অধিকার নাই'

রুপালী তরল চাঁদের প্রবল বর্ষণে পারু ভিজে যেতে থাকে...


মধ্যরাতকাছের বন্ধুর নিজ শহর

টপফ্লোরে নিজের সাময়িক বন্দীশালায়বসে এই মহানগরের ভিন্ন এক রুপ দেখছেকাছের বন্ধুআলোয় ঝলমলে নগরীর নিচেই কতটা অন্ধকারঅনুভূতিতে খোকলা- বিশালএক অজগরের মত প্রকান্ড হা করে থেকে, সকাল-সন্ধ্যা ওর বুকে বিচরণ করাযান্ত্রিক মানূষগুলোর অনুভূতিকে খেতে থাকেসেই আলো-অন্ধকারের দিকেনির্ণিমেষ চেয়ে থেকে সে ভাবে-

' পারু ম্যাসেজের উত্তর দিল না! '


হৃদয়ের গভীরে কিছু একটা পুড়ছেপোড়া গন্ধ পায়কাছের বন্ধুর ভিতরে কোথায় যেন সহস্র জ্বলন্ত মোমবাতি গলে গলে পড়ছে- পুড়ছে- পোড়াচ্ছে!!

' ওহ! ভালোবাসায় এত কষ্ট কেন? '

নিজের পারুর কথা ভেবে ভেবে সে উদাস হয়-

একটাআক্ষেপ সারা জীবন থেকেই গেলজীবন- ক্ষুদ্র ক্ষুদ্র না পাওয়ার বেদনাগুলোরএলোমেলো পথ চলার নামই কি নয়? কারো কারো ক্ষেত্রে ভিন্নতা থাকলেও, অহংকারযাদের জীবনে অলংকারের মত জড়িয়ে থাকে, তাদের জীবনে বেশীরভাগ পথই এমন এলোমেলোচলতে হয়।।

০ Likes ০ Comments ০ Share ৫১২ Views

Comments (0)

  • - মাসুম বাদল

    খূব ভালোলাগা জাণালাম লেখায়... emoticons 

     

     

    প্রোফাইলে ছবি জূরে দিলে খুশি হবো ... emoticons

    • - মফিজুল ইসলাম খান

      অনেক ধন্যবাদ ।

    - প্রলয় সাহা

    অনেক ভালো লাগলো দাদা। 

    • - মফিজুল ইসলাম খান

      অনেক অনেক ধন্যবাদ ।