Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শাহ আজিজ

১০ বছর আগে

তিন ক্রিকেট বোর্ডের অন্যায্য প্রস্তাবনার বিরুদ্ধে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ।

আজ বিকেল ৪ টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ক্রিকেটের এই তিন মোড়লের(ইংল্যান্ড ,ইনডিয়া, অস্ট্রেলিয়া ) অন্যায্য প্রস্তাবনার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ জানাতে দাঁড়িয়েছিল হাজারো ফেসবুক সদস্য । সবাই গর্জে উঠেছিল ঐ অন্যায় সিদ্ধান্তর বিরুদ্ধে । আমার তোলা ছবি দেখুন ।

 https://www.facebook.com/photo.php?v=10151867612512539&notif_t=video_processed

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

০ Likes ০ Comments ০ Share ৩৯৩ Views

Comments (0)

  • - ঘাস ফুল

    এতো রসে ভরপুর অথচ গল্প ক্যাটাগরিতে কেন কাছের মানুষ। এটাকে রসরচনা ক্যাটাগরিতে দিয়ে দিন। ব্যাপক মজা পাইছি আপনার এই গল্প পড়ে। হাফিজ ভাইয়ের আত্মবিশ্বাস আর ক্ষণে ক্ষণে পাল্টানো তার টাইম লিমিট বেশ আনন্দ দিল। খাজা ভাই চরিত্রটাও মজার। মোট কথা পুরো গল্পে মজায় ভরা। মামুলি জ্যামে পরে রাত তিনটা বেজে গেলো বিয়ে বাড়িতে পৌঁছতে। আহা বেচারা হাফিজ ভাই। শেষ পর্যন্ত বিয়েটার কী হল সেটা আর জানা গেলো না। হবু বউ কী ঘুমিয়ে পড়েছিল, না সাজুগুজু করে বসে বসে ঝিমাচ্ছিল? সেটাও জানতে পাড়লাম না। আফসোস! 

    অনেক বানান ভুল আছে। সেগুলো ঠিক করে নিতে পারলে এটা খুব ভালো একটা রম্য রচনা হবে কাছের মানুষ। এটা কী পূর্বে কোথায় প্রকাশিত হয়েছিল? ধন্যবাদ। 

    • - কাছের মানুষ

      প্রিয় ঘাসফুল, গল্পটা ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম । গল্পটা রসরচনা ক্যাটাগরিতে দিয়েদিলাম এখন

      আমরা রাত তিনটায় পৌছে দেখি বউ জেগে ছিল কিন্তু বেচারা সাজুগুজু করে ক্লান্ত হয়ে গেছে । গিয়ে আরেক মসিবতে পরেছিলাম, এই রাতেও গেট ধরেছিল । সেদিন রাতে আর বিয়ে পরানো হয়নি , কাজী সাহেব ও হতাশ হয়ে চলে গিয়েছিল বিদায় সকালে বিয়ে পরানো হয়েছিল ।  সব মিলিয়ে আমাদের জন্য চমৎকার একটা অভিজ্ঞতা ছিল এই ভ্রমণ ।  

        বানান গুলো ঠিক করার চেষ্টা করেছি এবং পুনরায় গল্পটা ইডিট করে দিয়েছি ।

       

      গল্পটা কোরিয়াতে একটা ই-বুকে দিয়েছি এখনও প্রকাশ হয়নি । আলো ব্লগেও দিব ।  

    • Load more relies...
    - নুসরাত জাহান আজমী

    গল্পটা পড়লাম, আর কিছুক্ষন পর পর হেসে উঠলাম... দারুন কাহিনী।
    তবে গাড়িটা সব জায়গায় ঘাড়ি হইয়া গেলো ক্যান???

    • - কাছের মানুষ

      গল্প ভাল লেগেছে জেনে খুবই খুশীত হলাম আপু ।

       

       

      বানান গুলো ঠিক করা হয়েছে