Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রাতের আলো

৯ বছর আগে

তবে বন্ধু নৌকা ভেড়াও/জেমস


তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার?

তোমাদের মাঝে কি কেউ আছে পথ ভোলা?
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার।
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ জ্বালা।(২)

 

ওরে কে আছে মুক্ত জীবন নিয়ে ছন্নছাড়া-
আপনাকে ভালোবেসে আপনদেশে ঠিকানাহারা?
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার।
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত।


যদি বুঝতে না চাও এই বুকের ভেতর কতো যন্ত্রণা
যদি দেখতে না চাও এই ছলনার ভীড়ে হারানো প্রেম
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার।
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত।

প্রিয়তমা হারা কেউ কি আছো?
মা-হারা বাবা-হারা সন্তান-হারা কেউ কি আছো?
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার।
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত।

ঠিকানাবিহীন ঠিকানার খুঁজে-
যদি পেতে চাও ভালোবাসা এসো আমার কাছে
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার।
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত।

তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার?
তোমাদের মাঝে কি কেউ আছে পথ ভোলা?
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার।
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত।

১ Likes ৪ Comments ০ Share ৩৯৩ Views

Comments (4)

  • - ফারজানা মৌরি

    কথাগুলো খুব সত্যি বলেছেন ভাইয়া। 

    • - রব্বানী চৌধুরী

      আমাদের ভাবনাগুলি লিখে রাখা উচিত, গল্প, প্রবন্ধ আকারে না হলেও অন্ততঃ ডাইরীতে, ব্লগে বা ফেসবুকে। চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক শুভেচ্ছা জানবেন,অনেক ভালো থাকবেন  

    - ধ্রুব তারা
    • - রব্বানী চৌধুরী

      একটি প্রাণ-বন্ত ব্লগ সবারই ভালো লাগে, অন্যের পোষ্ট পড়ে সকলরই মন্তব্য করা উচিত, তখনই লেখক বুঝতে পারবে তার লেখার মান সম্পর্কে। 

    - রব্বানী চৌধুরী

    অনেক অনেক ধন্যবাদ।  নিয়মিত ও মান সন্মত লেখা লিখলে লেখার ভবিষৎ ভালো, যিনি লেখক তিনি সর্ব অবস্থায় লিখবেন।  শুভেচ্ছা জানবেন, ভালো থাকবেন।  

    Load more comments...