Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

uddin kamal md

১০ বছর আগে

ঢাকা টু চিটাগাং, ( জিনারদী, স্টেশন নং - ১০ )

রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন। ইতিমধ্যেই আমরা হাটা শেষ করে ফেলেছি,,,,,,,, ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক স্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি স্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে।


আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি প্রতি সপ্তাহে আমার হাটা চলতেই থাকবে । বিশেষ সমস্যা না হলে কোন সপ্তাহ'ই আমি হাটা বন্ধ করবো না।

স্টেশনের অবস্থানঃ ইহা নরসিংদী জেলার পলাশ থানার অন্তর্গত একটা স্টেশন।

(২) জিনারদী ষ্টেশনে একটি পাঁচতারা হোটেলে বসে চা পান করে গলাটা ভেজালাম।

 

(৩) শীতের সকালে একটু খানি রোদের আশায় ওরা রেল লাইনে.......

 

(৪) রেল লাইনের নীচে গরু  

 

(৫) সর্ষে ক্ষেতের উপর দিয়া চলছে মালগাড়ি

 

(৬) রাস্তায় এমন গাছ দেখে খেয়ে নিলাম খেজুরের রস, 

 

(৭) আরো একটি ট্রেন

 

(৮/৯) ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগর এলাকায় রেল লাইনের উপর দিয়া ফ্লাইওভার।

 

(১০) অদূরে দেখা যাচ্ছে নরসিংদী রেল ষ্টেশন

 

(১১) এক সময় পৌছে গেলাম নরসিংদী ষ্টেশনে।

 

পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( নরসিংদী, স্টেশন নং - ১১ )

 

ঢাকা টু চিটাগাং, ( কমলাপুর, স্টেশন নং - ১)

ঢাকা টু চিটাগাং, (তেজগাঁও, স্টেশন নং - ২)

ঢাকা টু চিটাগাং, ( বনানী, স্টেশন নং - ৩) 

ঢাকা টু চিটাগাং, (ক্যান্টনমেন্ট , স্টেশন নং - ৪) 

ঢাকা টু চিটাগাং, (বিমান বন্দর , স্টেশন নং -৫

ঢাকা টু চিটাগাং, (টঙ্গী জংশন, স্টেশন নং -৬)

ঢাকা টু চিটাগাং, (পূবাইল, স্টেশন নং -৭)

ঢাকা টু চিটাগাং, (আড়িখোলা, স্টেশন নং - ৮) 

ঢাকা টু চিটাগাং, ( ঘোড়াশাল, স্টেশন নং - ৯ )
০ Likes ১৯ Comments ০ Share ৫৬২ Views

Comments (19)

  • - মেজদা

    প্রেমের কবিতায় কাবুল ভাই সেরা। খুব সুন্দর। শুভেচ্ছা রইলো। 

    - নাসির আহমেদ কাবুল

    ভালোবাসা জানবেন মেজদা।

    - মাঈনউদ্দিন মইনুল

    //আমার প্রতীক্ষাটুকু তোমায় দিলাম// 

    -কবি, সবটুকুতে ভালোবাসা.... এটুকুতে একটু বেশি 

    • - নাসির আহমেদ কাবুল

      ধন্যবাদ এমন সুন্দর করে বলার জন্য। শুভ কামনা সতত।

    Load more comments...