Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ফারজানা মৌরি

৯ বছর আগে

ডাইনিং টেবিল পরিষ্কার রাখার কিছু টিপস

*টেবিলে যাতে পানির দাগ না পড়ে তার জন্য ম্যাট বা টেবিলওয়্যার ব্যবহার করুন। পানির দাগ যদি পড়েই যায়, তাহলে দাগ পড়া জায়গায় সামান্য মেয়োনিজ দিয়ে ঘষে নিন। দাগ উঠে যাবে।
*বোর্ডের টেবিলের আশপাশে উত্তপ্ত কিছু রাখবেন না। কারণ তা থেকে তাপ বিকিরণ হয়ে টেবিলের আকার নষ্ট হতে পারে।
*ডাইনিং টেবিল বা যেকোনো কাঠের ফার্নিচারের জন্য বাতাসের আর্দ্রতা ৪০-৪৫ শতাংশ হলে ভালো হয়। এর কম হলেই কাঠের ফার্নিচারে ফাটল দেখা দেয়।
*টেবিল পলিশ করার জন্য দুই ভাগ অলিভ অয়েলের সঙ্গে এক ভাগ লেবুর রস মিশিয়ে নরমাল স্প্রের মতো স্প্রে করুন।
*ধূলিকণা আপনার টেবিলের সৌন্দর্য নষ্ট করতে যথেষ্ট। তাই সপ্তাহে এক দিন নরম কাপড় দিয়ে মুছুন। প্রয়োজন হলে কাপড় পানি দিয়ে সামান্য ভিজিয়ে নিন। এতে ময়লা আরো ভালোভাবে উঠে আসবে।
*মাঝেমধ্যে মোম দিয়ে পলিশ করুন। এর জন্য দুটি নরম কাপড় নিন। একটি মোম লাগানোর জন্য এবং অন্যটি পলিশ করার জন্য। বছরে দুবার করতে পারেন।

০ Likes ০ Comments ০ Share ১৫৭৮ Views

Comments (0)

  • - নিকুম সাহা

    বাহ। এসব সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ