Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

টি২০ টিকেট রস

আসছে টি টুয়েন্টি বিশ্বকাপে আমার মত অনেকেই টিকেট পাননি। তাই যারা টি টুয়েন্টি স্টেডিয়ামে বসে দেখতে চান কিন্তু টিকেট কাটতে পারেন নি তাদের জন্য কিছু টিপস-

১. বিশাল বড় দুটি বাঁশ নিজের পায়ের সাথে বাঁধুন এরপর স্টেডিয়ামের পাশে কাউকে বলুন বাঁশ দুটি পুতে দিতে; ব্যস খেলা দেখতে থাকুন।

২. কয়েকজন মিলে একটা হেলিকপ্টার ভাড়া নিয়ে খেলা দেখতে পারেন।

৩. পুলিশের ড্রেস বানিয়ে নিজে পুলিশ হয়ে ঢুকে পড়ুন।

৪. আপনার বয়ফ্রেন্ডকে টিকেট যোগাড় করতে বলুন।

৫. খবর ছড়ান চিড়িয়াখানা থেকে বাঘ পালিয়েছে। দেখবেন স্টেডিয়ামে আপনি ছাড়া আর কেউ নেই।

৬. একটা স্টেডিয়াম ভাড়া করে বিশাল টিভি স্কিনে খেলা দেখুন আর ভাবুন স্টেডিয়ামে আছেন।

৭. স্টেডিয়ামে ঝাল মুড়ির ব্যবসা খুলতে পারেন।

৮. সাংবাদিক কার্ড করতে পারেন।

উপরের কোনটাই যদি না পারেন তবে স্টেডিয়ামে ব্ল্যাক টিকেট কিনে খেলা দেখুন।

০ Likes ২ Comments ০ Share ৪৩৭ Views

Comments (2)

  • - মাঈনউদ্দিন মইনুল

    একদিন ব্রাহ্মণবাড়িয়ার খবর দিন, কামাল ভাই।

    দেখলাম এবং তৃপ্ত হলাম। রেল লাইনের নিচে গরু রেখে ছবি তুলে অট্টহাসি হেসেছেন 

    • - কামাল উদ্দিন

    - কামাল উদ্দিন

    ব্রাহ্মণবাড়িয়ার খবর বলতে কি বুঝাতে চাচ্ছেন মইনুল ভাই ?

    - নুসরাত জাহান আজমী

    ৩ আর ৪ নম্বর ছবিটা হেব্বি হইসে। গরুর ছবি তুইল্লা খুশী হইয়া গেলেন, কাহিনী কি?

    • - কামাল উদ্দিন

      যে কোন ছবি তুলতে পারলেই আমার খুশি লাগে আপু

    Load more comments...