Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নাহিদ ইসলাম

৯ বছর আগে

জেনে নিন ফেসবুক এর কীবোর্ড শর্টকাট কী গুলো

প্রিয় বন্ধুরা সবাই কেমন আছ। আশাকরি সবাই ভালই আছ। আজকে আমি ফেসবুক এর কীবোর্ড শর্টকাট কী গুলো এবং তাদের কাজ আপনাদের জানাব। এতে করে ফেসবুক ব্যাবহার করার সময় আপনার সময় অপচয় কম হবে। ফেসবুক এর অনেক এরিয়াতে যেতে সময় লাগে অথবা আপনার ইন্টারনেট এর স্পীড খুব কম তখন আপনি এই পদ্ধতি ব্যাবহার করে খুব সহজ এ কাজটি করে নিতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কী বোর্ড এর শর্টকাট কী গুলোঃ

Alt+1– এই কী টি ব্যাবহার করে আপনি খুব সহজ এ হোম মেনু তে আসতে পারবেন।

Alt+2 –  এই কী ব্যাবহার করে আপনি খুব সহজ এ আপনার ওয়াল এ যেতে পারবেন।

Alt+3 – এই কী চাপলে আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট লিস্ট দেখাবে।

Alt+4- এটি আপনাকে মেসেজ লিস্ট দেখাবে।

Alt+5- এটি আপনাকে নোটিফিকেশান দেখাবে।

Alt+6- এটি আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট সেটিং দেখাবে।

Alt+7- এই কী আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট এর প্রাইভেসি সেটিং এ যেতে সাহায্য করবে।

Alt+8- এই কী ব্যাবহার করে আপনি গ্রুপ লিস্ট দেখতে পারবেন।

Alt+9- এই কী আপনাদের ফেসবুক এর নিয়ম ও নীতিমালা উপস্থাপন করবে।

Alt+0- এটি আপনাদের ফেসবুক এর হেল্প সেন্টার এ নিয়ে যাবে।

Alt+m- এই কি এর সাহায্যে আপনি নতুন মেসেজ তৈরি করতে পারবেন।

Alt+? – এই বাটন চাপার সাথে সাথে আপনার মাউস কোর্সর সার্চ ফিল্ড এ চলে যাবে।

তো এই গুলো ছিল আমার জানা ফেসবুক এর শর্টকাট কী। আরও অনেক ধরনের শর্ট কাট কী থাকতে পারে যা আমি জানি না। জানলে অবশ্যই আপনাদের জানাব।

[বিঃদ্রঃ কোন কারণে ফেসবুক তাদের শর্ট কাট কিগুলো পরিবর্তন করে এর জন্য আমি দায়ী নয়]

এবার কাজের কথাই আসি উপরের দেওয়া সব কী গুলো গুগল ক্রোম এবং ইন্টারনেট এক্সপ্লোরার এ কাজ করবে। যদি আপনি মোজিলা ফায়ার ফক্স ব্যাবহার করে থাকেন তাহলে দয়া করে সব গুলো কী ব্যাবহার করা পূর্বে  shift বাটন ব্যাবহার করতে হবে। তাহলে সকল কীগুলো মোজিলা তে কাজ করবে।  আজকের এই পোস্টটি কেমন লাগল আশাকরি কমেন্ট এ জানাবেন। সবাই ভাল ও সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।

পোষ্টটিআগে এখানেপ্রকাশিত।

আর সময় হলে আমার এই ব্লগ থেকে একটু ঘুরে আসবেন

>>>>>>>>>>>>>>>>>>>>>ধন্যবাদসবাইকে<<<<<<<<<<<<<<<<<<<<<<

০ Likes ০ Comments ০ Share ৩৮৮ Views

Comments (0)

  • - মাইদুল আলম সিদ্দিকী

    খুব ভালো লাগলো।

    • - আশরাফুল আলম ইমন

      ধন্যবাদ।
      :)