Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

জীবনে বড় বড় সফলতার জন্য ছোট ছোট ২০টি টিপস।

১. দিনের পর দিন একটু একটু করে আগের চেয়ে বেশি দয়ালু এবং জ্ঞানী হওয়ার চেষ্টা চালিয়ে যান
২. আপনি এবং আপনার পরিবারকে আগের চেয়ে একটু বেশি অর্থ সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন এবং গড়ে তুলতে উৎসাহিত করুন
৩. ভুল বোঝাবুঝি থেকে রেহাই পেতে মাঝে মধ্যে মহান হওয়ার চেয়ে সব সময়ের জন্য ভালো মন-মানসিকতা নিয়ে চলার চেষ্টা করুন
৪. প্রচুর পড়ুনকোনো কিছুই খুব দ্রুত আপনাকে জ্ঞানী করে তোলে না
৫. যোগাযোগ মাধ্যমে বিশ্ব যতো এগিয়ে যাবে, আপনার খ্যাতি ততো গুরুত্বপূর্ণ হয়ে উঠবেকেউ না দেখলেও সব সময় সোজা পথে কাজটি করুন
৬. মনে রাখবেন, আপনি যা করার জন্য অর্থ দেবেন মানুষ তাই করবেযা করতে বলবেন তা করবে না
৭. নিজের সম্পর্কে আগের চেয়ে ভালো বোধ করলে যেমন ভালো লাগে, আগের চেয়ে আরেকটু বেশি বিনয়ী হলে তেমনই ভালো লাগবে
৮. আপনার যেকোনো প্রশ্নের জবাব কারো না কারো জানা রয়েছেওই মানুষগুলোকে খুঁজুন
৯. প্রতিদিনের অসাধ্য চ্যালেঞ্জের সামনে দাঁড়ানো মানেই আপনার অহংবোধঝালিয়ে নেওয়ার সুযোগতবে এতে সামান্য মনযোগ ঢালুনকারণ অতিরিক্ত সময় ব্যয়করলে তাতে নিজের সামর্থ্য কমে যাবে
১০. প্রযুক্তি মাঝে মাঝে আপনারকষ্টের কারণ হয়ে উঠবেঅন্য সময় আবার এটি সাহায্য করবেতবে বর্তমান সময়েকী ঘটবে সে সম্পর্কে সজাগ থাকুন
১১. যে জিনিসগুলো আর বেশিদিন কাজে লাগেব না তার প্রতি মায়া ত্যাগ করুনএতে অন্যের সাহায্য হবে এবং এতে আপনারও ভালো লাগবে
১২. কাউকে অপছন্দ করে মানে এই নয় যে ওই মানুষটি ভালো নয় বা ভুল পথে চলেন
১৩. নিজের চিন্তাশীলতার বিষয়ে ধ্যান দিনকারণ আপনার চিন্তাই শব্দ হয়ে বের হবে এবং তা এক সময় আপনার কাজ হয়ে প্রতিষ্ঠিত হবে
১৪. কাউকে অন্তত তিনবার সাহায্য না করা পর্যন্ত তার কাছে থেকে কোনো সাহায্য চাইবেন না
১৫. জীবনে যা আশীর্বাদ পেয়েছেন তা নিয়ে হিসেব করবেন না
১৬. জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার শর্ত সুস্বাস্থ্যের অধিকারী হওয়া
১৭. যতো সহজ-সরলই হোক না কেন, বুদ্ধিটা সিরিয়াসলি নিন
১৮. নিজের শক্তি ও সামর্থ্যের একচোট বিকাশ ঘটানোর পর সেখানেই একটু স্থিত হোন
১৯. যে মানুষগুলো চিন্তা করেন না তারা কিছু শোনেনও না
২০. আপনার আরো অর্থের প্রয়োজন নেইআপনার অর্থপূর্ণ কিছু আরো প্রয়োজন
০ Likes ৩ Comments ০ Share ৬৩৭ Views

Comments (3)

  • - Azimul Haque

    বাস্তবতাটা এরকমই। তবে এখন আস্তে আস্তে কিছুটা পরিবর্তন হচ্ছে শোনা যায়।

     

    - মামুন

    অনুভূতি রেখে যাবার জন্য ধন্যবাদ। হ্যা, অধিকাংশ কারখানাগুলোতে কর্মপরিবেশের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তবুও এদেশে নারীদের প্রতি এরকম হীন মনোবৃত্তির প্রকাশ পরিলক্ষিত হচ্ছে এখনো।

    শুভকামনা রইলো।