Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

জিপিএ ভাবনা (কবিতা)

জিপিএ ভাবনা
নূর মোহাম্মদ নূরু

হাজার লাখো ছাত্র-ছাত্রী পরীক্ষাতে পাস,
জিপিএর ছড়া ছড়ি ব্যাপক উল্লাস।
হাজার স্কুল পাশ করেছে নিয়ে শত ভাগ,
প্রশ্নবিদ্ধ জিপিএতে বাড়ছে শুধু রাগ।

পিতা মাতা প্রশ্ন খুঁজে পরীক্ষার আগে,
জিপিএটা যদি জোটে ছেলে মেয়ের ভাগে।
জিপিএর মর্যাদা তাই গেছে ক্ষুন্ন হয়ে,
ফাঁস করা প্রশ্নপত্রে পরীক্ষাটা দিয়ে।

আগে ছিলো বিভাগ শ্রেনী এখন তা জিপিএ,
সোনা রূপা মিলে মিশে এক হয়েছে গিয়ে।
তাইতো এখন সোনা রূপা রাংতা দিয়ে মোড়া,
বাজারেতে বিকাচ্ছে তা গাধার দামে ঘোড়া।

এমনি করে দিনে দিনে কমছে শিক্ষার মান,
জিপিএতে মুখে হাসি ভিতরটা ম্লান।
আগের মতো কেউ হাসেনা পরীক্ষা পাশ করে,
উচ্চ শিক্ষার আকাংখাটা তাই যাচ্ছে মরে।

উপায় আছে শিক্ষার্থীদের রাখতে ধরে পাঠে,
অসাধুদের ধরতে হবে নামতে হবে মাঠে।
আগের রাতে প্রশ্ন পত্র হয় না যেনো ফাঁস,
ব্যর্থ হলে ছাত্র-ছাত্রী দেশের সর্বনাস।

সময় আছে আগে ভাবো করনীয় কী,
তানা হলে ছাইয়ের মাঝে পড়ে যাবে ঘী।
গাধা দিয়ে হয়না কভু ঘোড়ার কর্ম করা,
সার শূণ্য জিপিএ তো জীয়ন্তে যে মরা।

প্রকাশকালঃ
ঢাকাঃ রবিবারঃ ১৮ মে' ২০১৪ ইং

০ Likes ১ Comments ০ Share ৪৭২ Views