Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বাংলা নিউজ

৯ বছর আগে

জামিন পেলেন ক্রিকেটার রুবেল হোসেন

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন তাঁর বিরুদ্ধে করা মামলায় জামিন পেয়েছেন।

আজ সকালে রুবেলের আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস অভিযোগপত্র দাখিল হওয়া পর্যন্ত জামিন দেন।

রুবেলের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।

তিনি বিবিসি বাংলাকে বলেছেন, এখন এই আদেশের কপি কারাগারে পৌঁছলেই মুক্তি পাবেন রুবেল হোসেন।

তিনি আরও জানান, "বাদী ঘটনার বর্ণনায় যে সময় ও তারিখ উল্লেখ করেছিলেন তা অসত্য বলে প্রমাণিত হয়েছে এবং সামনে বিশ্বকাপ টুর্নামেন্ট রয়েছে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত জামিন দিয়েছে"।

এর আগে হাইকোর্ট রুবেল হোসেনকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছিল।

ওই জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই গত বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন রুবেল।

তবে আদালত সে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠালে রুবেলের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী গত ১৩ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিরপুর মডেল থানায় রুবেল হোসেনকে আসামি করে ওই মামলা করেন।

এতে বিয়ের প্রলোভন

এরপর ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ স্কোয়াডে পেসার রুবেল হোসেন অন্তর্ভূক্ত হওয়ার পর দল থেকে তাকে বাদ দেওয়ার জন্য আদালতে রিট করেন হ্যাপী, তবে হাইকোর্ট তা খারিজ করে দেন।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দলের এ মাসের শেষ সপ্তাহে ঢাকা ছাড়ার কথা ।

০ Likes ০ Comments ০ Share ৪২৫ Views

Comments (0)

  • - মোকসেদুল ইসলাম

    কবিতায় ভাল লাগা রইল

    • - তাহমিদুর রহমান

      ধন্যবাদ 

    - টোকাই

    দারুণ...