Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ছড়াবাজ ছড়াবাজ

১০ বছর আগে

ছড়ার ছড়া

ছড়া ভরা কলা কত, লাফালো যে হনুমান,
ছড়াময় ধান ছিল, চিটা পেয়ে হল ম্লান।
ছড়ানো যে এলো চুল, ঢেউ তুলে মেঘদল,
ছড়াহার পরে খুশি, খুকিদের কোলাহল।

কেউ যদি পিছলিয়ে হাঁটু দিয়ে পড়ে যায়,
কাপড় আর চামড়াটা একটু কি ছড়ে যায়?
ছড়া দিয়ে পানি বয়, ছড়া সে তো ঝরণা,
মাগুরের ছড়া পুড়ে, বন জুড়ে কান্না।

ছড়্ ছড়্ ঢালো পানি, তুষ জ্বলা সে ছাইয়ে,
আম নাকি ছড়া-ছড়ি, কোথা গেলে? চাপাই-এ।
ছড়া ভাজে গুরুজন রিটন আর মৃদুলে,
লেখা সব যাদুময়, ছন্দটা না ভুলে।

আরও একজন আছে, কচি মনে করে হিট,
আহসান ফার্স্ট নেম, শেষে লেখা যে হাবীব।
ঠিক তাই, ছোট ভাই হুমায়ুন, জাফরের,
ছড়া ছিল উন্মাদে এলেবেলে সেকালের।

================
অভিধানে অভিযান, ছড়াগুলো ধরে আন

ছড়া1 [ chaḍ়ā1 ] ক্রি. ছড়ানো। [সং. ছটা]। ছড়া2 [ chaḍ়ā2 ] ক্রি. ছড়ে যাওয়া, আঁচড় লাগা; ছাল উঠে যাওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [ছড়2 দ্র]। ছড়া3 [ chaḍ়ā3 ] বি. 1 শিশু-ভোলানো বা মেয়েলি কবিতা; 2 গ্রাম্য কবিতাবিশেষ; 3 ছড়ি বা মালার আকারবিশিষ্ট বস্তু (গোটছড়া, হারছড়া); 4 গুচ্ছ, থোলো (কলার ছড়া); 5 ইতস্তত ছড়ানো তরল পদার্থ, ছিটা (জলছড়া, গোবরছড়া, ছড়া দেওয়া)। [সং. ছটা]। ছড়া কাটা ক্রি. বি. ছড়া আবৃত্তি করা; ছড়া তৈরি করে উত্তর-প্রত্যুত্তর করা। ছড়া-কার বি. ছড়া তৈরি করে এমন ব্যক্তি, ছড়া-রচয়িতা। ছড়া-ছড়ি [ chaḍ়ā-chaḍ়i ] বি. 1 অযত্নে ইতস্তত নিক্ষেপ; 2 ওইভাবে অপচয় (জিনিসপত্রের ছড়াছড়ি); 3 চার দিকে ছড়িয়ে আছে এমন প্রাচুর্য (এ বছর এখানে আমের ছড়াছড়ি)। [ছড়া1 দ্র]। ছড়ানো [ chaḍ়ānō ] ক্রি. 1 ইতস্তত নিক্ষেপ করা, বিক্ষিপ্ত করা (জিনিসপত্র এভাবে ছড়াল কে?); 2 বিস্তৃত হওয়া, বিস্তার লাভ করা, ব্যাপ্ত হওয়া (রোগ ছড়াচ্ছে, আগুন ছড়িয়ে পড়ছে); 3 ছিটানো (জল ছড়ানো, বীজ ছড়ানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [ছড়া1 দ্র]।

===

(২১-মার্চ-২০১৩)

০ Likes ৪ Comments ০ Share ৩৭৩ Views

Comments (4)

  • - বাঙলা বেলায়েত

    নিকোটিন,

    আমার জীবনে তোমার প্রেম অন্তহীন,

    অথচ তুমিই করলে দেউলিয়া, লক্ষ্যহীন।

    মঙ্গল কামনা...

    • - মুন জারিন আলম

      নিকোটিন,

      তোমাকে নিয়ে জীবন দীনহীন,

      অথচ তোমার অভাবেও জীবন অর্থহীন। 

      কবিতা তো সুন্দর লিখেছেন।তবে নিকোটিনের অভ্যাস হয়ে গেলে ছাড়তে চেষ্টা করুন আস্তে আস্তে।আমরা আপনার সুন্দর কবিতা অনেক অনেক দিন পড়তে চাই।অনেক শুভকামনা রইল আপনার জন্য।ভাল থাকুন নিকোটিন মুক্ত জীবন যাপন করুন।

    • Load more relies...
    - তৌফিক মাসুদ

    কখনও গাত্র পরিত্রাণ চাবে

    শ্বসনশক্তি অবসান পাবে।

    সময়-স্রোতের সেই বিদারণে

    তোমার কথাই থাকবে মনে

     

    ভাল লাগল কবিতার কথাগুলো। শুভকামনা কবি। 

    • - কেতন শেখ

      অসংখ্য ধন্যবাদ, কবিতা সার্থক হলো।

    - মাইদুল আলম সিদ্দিকী

    পঞ্চম শ্রেণিতে পড়তাম তখন, সাথে সাথে কৃষি কাজও করতে হত কেননা গ্রামে থাকতাম। হালের জোড়া গাভীর পেছনে শীতের দিনে দাঁড়ালে একটু টানতে খুব ইচ্ছে হত। সেই প্রথম টান তাও আবার বিনোদ বিড়ি। নিয়মিত অনেক বিরতি দিয়েছি তবে এখন চলছে...।। 

    • - কেতন শেখ

      আহারে ভাই .... আমারও একই অবস্হা .. ছাড়তে কষ্ট হচ্ছে। অনেক শুভেচ্ছা রইলো।

    Load more comments...