Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সনৎ ঘোষ

৭ বছর আগে

ছড়াঃ-।।বোকার টাকা শালি খায়।।

ছড়াঃ-।।বোকার টাকা শালি খায়।।
  ------সনৎ ঘোষ।

“বোকার ফসল পোকায় খায়”

এটি ছিল এক শ্লোগান,

বাঙালিদের সস্তা টাকা

খেয়ে করে সবাই গান।

রিজার্ভের টাকা শ্রীলঙ্কা যায়

আরো যায় দূর ফিলিপাইন,

সবাই বলে বাঙালির টাকা

খুবই মজা,বড়ই ফাইন।

টাকা খেয়েছেন মায়াবতি

আছে আরো কত তালিকা,

টাকা খেয়েছেন শ্বশুর শাশুড়ি

খেয়েছেন শ্রীলঙ্কার শালিকা।

আরো কতজন পেয়েছে টাকা

তাদেরকে তোমরা কে চিনো?

টাকা পেয়েছে চোর ডাকাতে

জুয়া খেলেছে ক্যাসিনো।

গরিবের টাকায় কতজন

খেললো খেলা ছিনিমিনি,

এই খেলার খেলোয়ারদের

সবাই আমরা চিনি চিনি।

বাঙালির টাকা সস্তা বলেই

ভাসে সবে লূটের জোয়ারে,

টাকা আদায়ে শালা শালিদের

ঢুকাও সব শক্ত খোঁয়াড়ে।।
-------------------------------------------

*সুত্রঃ-খবর-“পরিচিতিদের মাধ্যমে অর্থ পান শ্রীলঙ্কার

শালিকা”,’প্রথম আলো’,পৃষ্ঠা-০৪।তারিখ-০২/০৪/১৬

০ Likes ০ Comments ০ Share ৪৩৯ Views

Comments (0)

  • - শাহআজিজ

    ভাল, লিখে যান ক্রমাগত।

    চিকচিক করে খসে পড়া নক্ষত্রের মতো

    বালিকার খসে পড়া সিঁথির সিঁদুর;     এই দুটো লাইনের উপমা ধুলোর সাথে মিলছে না, অনুভুতি আরও বাস্তব হতে হবে।