Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সনৎ ঘোষ

৯ বছর আগে

ছড়া

ছড়া-“হায় ছাত্ররাজনীতি”

    ---সনৎ ঘোষ।

ছাত্রদলের কমিটি নিয়ে দেশে হচ্ছে খুব তোলপাড়,

নেতৃ্ত্বের তালিকায় স্থান পেতে কেউ দিচ্ছেনা ছাড়।

আমাদের দেশে নেতা বেশি কর্মী খুবই কম,

সব দলেই দেখি এমনটা যে কথা মিথ্যা একদম?

সবাই যদি নেতা হন তো কারা করবেন সব কাজ?

কর্মী এখন কম বলেই দেশের এমন অবস্থা আজ।

ছাত্রদের নেতা কারা হবেন জানেন না তারা নিজে,

রাজনীতিকরাই ঠিক করবেন কোন নেতা হবেন কী যে।

রাজনৈ্তিক দল সওয়ার এখন ছাত্র রাজনীতির ঘাড়ে,

ওদের ছাড়া ছাত্ররা সব কোনো কাজ করতে পারে?

ছাত্রপার্টির নেতারা এখন রাজনীতিকদের সেনানী,

ক্যাডার নামে সবাই ডাকে সেই কথা কে না জানি?

ছাত্রসমাজের স্বার্থটা এখন দেখারতো কেউ নেই,

বাহান্ন আর ঊনসত্তরের দিন এখন আছে ইতিহাসেই।

ছাত্রদের মঙ্গলের জন্য কেউ করেনা আজ আন্দোলন,

নেতাদের হাতে অস্ত্র থাকে মুখে থাকে আস্ফালন।

আন্দোলনের সেই সোনালী দিন আসবে আবার কবে!,

শুধু রাজনীতি না করে তারা শিক্ষার কথাও ভাববে।

দেশ এবং সমাজের জন্য শিক্ষার নেই কোনো বিকল্প,

সাধারণের স্বার্থেই সৃষ্টি হোক না শিক্ষার সব প্রকল্প।।

০ Likes ০ Comments ০ Share ৪১৫ Views

Comments (0)

  • - সুলতানা সাদিয়া

    কথ্য ভাষায় লেখা আপনার গল্পটি পড়তে পড়তে আল মাহমুদের জলবেশ্যার কথা মনে পড়ছিল। লেখার ধরন, কাহিনীর বিন্যাসে খুব পরিণত লেখকের ছাপ। আরেকবার পড়বো। এবার শেখার জন্য পড়বো। শুভকামনা রইল।

    • - লুৎফুর রহমান পাশা

      অনেক অনেক ধন্যবাদ সাদিয়া সুলতানা